ঢাকামঙ্গলবার , ২৪ মার্চ ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়া পৌর মেয়র’র নেতৃত্বে করোনা ভাইরাস এর জীবানু নাশক স্প্রে শুরু- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
majedur
মার্চ ২৪, ২০২০ ১২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ করোনা ভাইরাস প্রতিরোধে ছাগলনাইয়া পৌরসভার পক্ষ হতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জীবানু নাশক নিধন কার্যক্রম জোরদার করায় শহরের জনসাধারণের চলাচলের রাস্তায় জীবানু নাশক স্প্রে ছিটানো হচ্ছে। মঙ্গলবার (২৪ মার্চ) পৌরসভার মেয়র এম. মোস্তফা’র নির্দেশনায় পৌরসভার প্রধান সড়ক, বিভিন্ন সরকারি দপ্তরে ২০টি স্প্রে মেশিন কাজ করছে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলরগন, সাংবাদিক ও কর্মকর্তা কর্মচারিবৃন্দ। এ বিষয়ে মেয়র এম. মোস্তফা সাংবাদিকদের জানান, করোনা ভাইরাস মোকাবেলায় শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন ও পৌরবাসীর স্বাস্থ্যের কথা চিন্তা করে আজ থেকে শহরের জীবানু নাশক স্প্রে শুরু করা হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় স্প্রে করা হবে এবং তা অব্যাহত থাকবে। এছাড়াও আমার পৌরবাসীর স্বাস্থ্যের কথাও চিন্তা করে জনসচেতনতায় মাইকিং করা হচ্ছে। এছাড়াও পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীদের ছুটি হলেও করোনা ভাইরাস মোকাবেলা সবাইকে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Don`t copy text!