সুজন কুমার,নাটোর প্রতিনিধি দৈনিক বাংলার অধিকারঃ নাটোর জেলা পরিষদে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ম্যুরাল ভেঙ্গে ফেলেছে বহিরাগত কয়েকজন সন্ত্রাসী। আজ সোমবার সকালে জেলা পরিষদের অফিস চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ সুপার লিটন কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নাটোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার ফরহাদ আহম্মদ জানান, নাটোর জেলা পরিষদের প্রবেশ মুখের পাশে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানোর জন্য বঙ্গবন্ধুর একটি ম্যুরাল নির্মাণের সিদ্ধান্ত গৃহিত হয়।
পরবর্তীতে মন্ত্রাণালয়ের অনুমোদন সাপেক্ষে ই-টেন্ডারের মাধ্যমে ৬ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল তৈরীর কাজ শুরু হয়। ২৬ মার্চকে সামনে রেখে অবশিষ্ট নির্মাণ কাজ চলছিল। এ অবস্থায় আজ সকালে কতিপয় বহিরাগত সন্ত্রাসী যুবক জেলা পরিষদের ভিতরে ঢুকে মিস্ত্রীকে কাজ বন্ধ করতে বলে হাতের কুন্নী কেড়ে নিয়ে বঙ্গ বন্ধুর ম্যুরালের দুই পাশে কুপিয়ে ভেঙ্গে ফেলে ও বেদীর অংশ বিশেষ ভেঙ্গে ফেলে।
সংবাদ পেয়ে নাটোর নাটোর পুলিশ সুপার লিটন কুমার সাহা ,সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত , সদর থারার ওসি জাহাঙ্গীর আলম সহ গোয়েন্দা পুলিশ , জেলা পরিষদের সদস্য শফিউল আজম স্বপ্ন ঘটনাস্থল পরিদর্শন করেছেন । পুলিশ সুপার বলেন ,এটা খুব দুঃখজনক ঘটনা , বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।