ঢাকাসোমবার , ২৩ মার্চ ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

উন্নয়নের ছোয়া এখনো পায় নি কাউনিয়ার সোনাতনে ও রংপুরের হারাগাছ ইউনিয়নে -দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মার্চ ২৩, ২০২০ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

রংপুর জেলার কাউনিয়া থানার হারাগাছ ইউনিয়নের একটি অংশ সোনাতন ২নং ওয়ার্ড।স্বাধীনতার এত বছর পরেও পাকা হয়নি এই ওয়ার্ডের একটি রাস্তাও।পাশাপাশি কাউনিয়ার দুটি বড় বাণিজ্যিক এলাকা মীরবাগ বাজার ও হাট এবং খানসামা বাজার ও হাট এর যাতায়তের জন্য এই ওয়ার্ডের রাস্তাটি সংক্ষিপ্ত যোগসূত্র হওয়া সত্ত্বেও এখনো পাকা হয়নি এই রাস্তাগুলো।তাছাড়াও এই ওয়ার্ডে রয়েছে একটি আলিম প্রস্তাবিত দাখিল মাদ্রাসা ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়।বিগত চার বছর আগে এখানকার একশো মিটার একটি রাস্তা পাকা করার জন্য ইটের টুকরা ফেলা হয়ে থাকলেও এখনো সেই ইটের টুকরেই রয়ে গেছে।আর অযত্ন অবহেলায় এত বছর পড়ে থাকার কারণে ইটের টুকরোগুলোও বিলীন হয়ে যাচ্ছে।বিভিন্ন সময়ে বিভিন্ন জনপ্রতিনিধি নানাভাবে আশ্বাস দিয়ে থাকলেও কোনে ভাবেই হচ্ছেনা তার বাস্তব প্রতিফলন।যার ফলে এলাকাটির সব মানুষ নিরুপায় অনুভব করছে।রাস্তাগুলোতে একটু বৃষ্টি হলেই কাদা-মাটিতে ভরে যায়।আর একটু বেশি গরম পড়লেই রাস্তায় উড়তে থাকে প্রচুর ধুলাবালি।যার ফলে সাধারণ মানুষগুলো ও শিশুদের রয়েছে স্বাস্থ্য ঝুঁকি এবং চলাচলের হচ্ছে প্রচুর অসুবিধা।এই প্রসঙ্গে,মো: আব্দুল গফুর(৪৫) সাবেক ইউপি সদস্যকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন,তিনিও প্রশ্নের সম্মুখীন যে কেন এই ওয়ার্ডের রাস্তাগুলো কেন পাকা হচ্ছেনা।সাধারণ মানুষদের সাথে মিলে তিনি একই প্রশ্নটি করেছেন এবং সেই সাথে খুব দ্রুত এর প্রতিফলন দেখতে চান।বর্তমান বাংলাদেশের কাউনিয়া-পীরগাছা রংপুর ৪ আসনের মাননীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা জনাব টিপু মুনশী সরকারের মাননীয় বাণিজ্য মন্ত্রী এই ওয়ার্ডে কয়েকবার এসে এলাকার মানুষদের মাঝে আশ্বাস যুগিয়েও তার বাস্তব প্রতিফলন করতে ব্যর্থ হয়েছেন।এই প্রসঙ্গে মো: সাইদুল ইসলাম(৪৮) কে জিজ্ঞেস করা হলে তিনিও একই কথা বলেন।তিনি বলেন যে,আশেপাশের ওয়ার্ডে এবং এলাকার সব রাস্তা পাকা হয়েছে।তাহলে এই ওয়ার্ড কেন নয়?এই প্রসঙ্গে মো: আবু বক্কর সিদ্দিক(৫৫) কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন যে,নির্বাচন এলে সবাই তাদের আশ্বাস দেন।কিন্তু নির্বাচন শেষ হলে নির্বাচিত জনপ্রতিনিধিরা সব ভুলে যান।তাই এই ওয়ার্ডের মানুষের প্রাণের দাবি,তাদের এলাকার রাস্তাঘাটগুলো যেন দ্রুত পাকা হয়।

Don`t copy text!