এস ডি স্বপন রিপোর্ট,
নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ তীর্থে হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম পুণ্য স্নানোৎসব এবার হচ্ছে না। হাজার বছরের ঐতিহ্যবাহী লাখমানুষের ধর্মীয় বিশ্বাস এবং প্রগাঢ় আবেগমথীত এই উৎসব রাষ্ট্রীয় শক্তি দিয়ে ঠেকিয়ে দেয়া হচ্ছে। করোনা ভাইরাস সংক্রমণরোধে এর কোনো বিকল্প ছিলনা। আমি সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। আমি প্রত্যাশা করব হিন্দু সম্প্রদায় সরকারের এই সিদ্ধান্ত মেনে নেবে। মানুষের প্রাণরক্ষার চেয়ে বড় ধর্ম আরকিছুই হতে পারেনা।
হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, পৃথিবীর সকল তীর্থকে আপনাদের হৃদয়গঙ্গায় আবাহন করুন। পূতপবিত্র প্রেম দিয়ে জীবনকে স্নাত করুন। দুর্যোগের এই সময়ে গণমানুষের প্রাণসংকট না বাড়িয়ে যদি এর বিপরীত কাজ করতে পারেন, অর্থাৎ যদি একজন মানুষেরও প্রাণ রক্ষায় ভূমিকা রাখতে পারেন তাহলে সেটাই হবে সবচেয়ে বড় ধর্ম।
আমরা সবার জন্য আশিরবাদ করি সবাই যেন ভালো থাকে।