এস ডি স্বপন,রিপোর্ট
গতকাল (শুক্রবার) রাত ১২টা পর্যন্ত বিশ্বের ১৮৪টি দেশ ও অঞ্চলে করোনা রোগে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৬৫ হাজার ৬৭১ জন। এর মধ্যে ৯০ হাজার ৬০৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। মৃত্যু হয়েছে ১১ হাজার ১৭৬ জনের। বাংলাদেশেও এ পর্যন্ত ২ জনের মৃতু্য হয়েছে।
করোনা নিয়ে সরকারের পক্ষ থেকে ব্যাপক কার্যক্রম চালানো হচ্ছে। ইতিমধ্যে বিদেশফেরত প্রত্যেককে কোয়ারাইনটানে অথবা হোম কোয়ারাইনটাইনে থাকার জন্য বাধ্য করা হচ্ছে। এ নিয়ম কেউ অমান্য করলে তাকে জরিমানা করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে প্রত্যেক ইউনিয়নে করোনা নিয়ে সচেতন থাকতে লিফলেট বিতরণ করা হচ্ছে।
তেমনি ২ নং বাকিলা ইউনিয়নের চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউসুফ পাটওয়ারির নেতৃত্বে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে করোনা সচেতনতার লিফলেট বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে এ লিফলেট বিতরণ করা হচ্ছে।
সবাইকে সচেতনতা হতে হবে তাহলে এর পরিহার করতে পারবেন।