ঢাকাবৃহস্পতিবার , ১৯ মার্চ ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

কোয়ারেন্টাইনে না থাকায় রামগতিতে মোবাইল কোর্টে এক প্রবাসির পাঁচ হাজার টাকা জরিমানা- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
majedur
মার্চ ১৯, ২০২০ ২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

রামগতি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগতিতে এক প্রবাসিকে হোম না থাকার অভিযোগে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলার চর হাসান হোসেন গ্রামের মৃত নবীয়ল হকের ছেলে সৌদি প্রবাসি মোঃ জসিম উদ্দিনকে গতকাল বৃহস্পতিবার এ জরিমানা করা হয়। জসিম উদ্দিন গত ৮ মার্চ সৌদিআরব থেকে দেশে আসেন। তিনি চৌদ্দ দিনের হোম কোয়ারেনটিনে না থেকে পার্শ্ববর্তী রামদয়াল বাজারে ঘোরা ঘুরি করছিলেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল মোমিন জানান সরকার চলমান করোনা ভাইরাস সংক্রোমন পর্যবেক্ষনে থাকার উদ্দেশ্যে চৌদ্দ দিনের কোয়ারেনটিনে থাকার নির্দেশ দেন ওই নির্দেশ অমান্য করে প্রবাসি মোঃ জসিম উদ্দিন প্রকাশ্যে জনসম্মুখে ঘোরা ঘুরি করছেন। তাই তার বিরুদ্ধে সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রন ও নির্মুল আইন ২০১৮, এর বিধি অনুযায়ী ভ্রাম্যমান অাদালত পরিচালনা করে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তার আগে তিনি চর আলগী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে করোনা ভাইরাস সতর্কতা মুলক হোম কোয়ারেনটিনে (সঙ্গনিরোধ) বিষয়ক দিক নির্দেশনা মুলক বিভিন্ন শ্রেনী পেশার মানুষদেরকে নিয়ে এক আলোচনা সভা করেন।
এসময় সাথে ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ আবদুর রহিম,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কামনা শীষ, মোহাম্মদ সোলায়মান অফিসার ইনচার্জ( ওসি) রামগতি থানা, ৬নং চর আলগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী।

Don`t copy text!