ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

চরলামছিতে বসত বাড়ীর পাশে মরা মুরগী ও বর্জ্য ফেলে পরিবেশ নষ্ট করছে সচিব মিলন- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
majedur
মার্চ ১৮, ২০২০ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সোনাগাজী প্রতিনিধি:-
সোনাগাজীর চরলামছি গ্রামে কমাণ্ডার বাজারের দক্ষিণ পাশের খালে মিজানুর রহমান মিলন (প্রকাশ সচিব মিলন) নামে এক যুবলীগ কর্মী তার পোল্ট্রি ফার্মের মৃত মুরগী ও পোল্ট্রির বিষাক্ত বর্জ্য খালে ফেলায় পরিবেশ ও জীববৈচিত্র বিপন্ন হচ্ছে, খালের পানি থেকে পঁচা মুরগীর তীব্র দুর্গন্ধে পাশ্ববর্তী বাড়ী ঘরের মানুষের টিকে থাকা দায়। বাচ্চাদের পড়ালেখা করতে অসুবিধা হচ্ছে।

চরলামছি গ্রামের জনৈক নশামিয়া তার ঘরের পাশের খালে পোল্ট্রি বর্জ্য ফেলায় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ কে অবহিত করেও কোন প্রতিকার না পাননি। অবশেষে তিনি বাধ্য হয়ে সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর চরলামছি গ্রামের নুরুল ইসলামের ছেলে নুরুল আলম ও মৃত তাজুল ইসলামের ছেলে মিজানুর রহমান মিলনের (প্রকাশ সচিব মিলন) নামে অভিযোগ দায়ের করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানায়, সচিব মিলন ও তার ভাই পোল্ট্রি ফার্ম মালিক সফিউল্লাহ্ প্রভাবশালী হওয়ায় স্থানীয়রা ভয়ে তাদের কিছু বলেননা। তারা এলাকার পরিবেশ ও জীব বৈচিত্র্য রক্ষায়, এবং তাদের সুস্থ পরিবেশে বসবাসের সুযোগ করে দিতে পোল্ট্রি মালিক নুরুল আলম, মিলন ও সফিউল্লাহ্ বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে জোর দাবি জানান।

Don`t copy text!