ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শত বার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ মঙ্গলবার দুপুর দুই টা এক মিনিটে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়ন পরিষদে নবনির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মুর্যাল ও ফলক উন্মোচন এর উদ্বোধন করা হয়।
গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফিজার রহমান (দুলাল মাষ্টার)এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ,জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ স ম গোলাম ফারুক রুবেল, ঠাকুরগাঁও জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ্ এ্যাপলো,গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রইছউদ্দীন (সাজু মাষ্টার),গড়েয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজওয়ানুল ইসলাম শাহ (রেদো), জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান (রিপন)।
বক্তরা বলেন ১৯২০ সালের আজকের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম হয়।আমরা সৌভাগ্যবান যে, আমরা বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ পালন করতে পারছি। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতোনা আমরা স্বাধীন ভাবে কথা বলা ও স্বাধীন ভাবে জীবন যাপনের সুযোগ পেতাম না।
আমরা বঙ্গবন্ধুর আদর্শ কে অনুসরণ করে আগামীর বাংলাদেশ বি নির্মানে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো।
বক্তব্য শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত করা হয়।
এছাড়াও গড়েয়া ইউনিয়ন পরিষদ সদস্য গণ,গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মী ও সমর্থক, শিক্ষক, সাংবাদিক সহ এলাকার গণ মান্য ব্যক্তি বর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।