আকাশ সরকার, রাজশাহী ব্যুরোঃ বর্তমান সময়ে তথ্য প্রযুক্তির প্রসার ঘটার সাথে সাথে প্রযুক্তিকে কাজে লাগিয়ে ভয়ংকর প্রতারণার ফাঁদ পাতছেন একশ্রেণীর অসাধু মানুষ। এসব প্রতারকদের উদ্দেশ্য মানুষকে ধোঁকা ও নিয়োগের লোভ দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে। সচেতন মানুষ এদের ফাঁদে পা না দিলেও কিছু মানুষ প্রতারণার ফাঁদে পা দিচ্ছে
অনলাইন পএিকার সারা দেশে নিয়োগ দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে ০১৩১২০৬৩১০৪ এটা অফিসের এমডির নাম্বার বলছে আর বিকাশে নিচ্ছে ০১৭১৫৫৪৬৩১২ এই নাম্বারে পারশনাল বিকাশ নাম্বার এ নাম্বারে এক জনার কাছে নিয়েছে ৩০০০ হাজার টাকা তাকে রাজশাহী ব্যুরোচীপ করে দেওয়ার নাম করে। এমন কি আমার কাছে আরেক জনার কাছ থেকে নিয়েছে ১১২০ টাকা যার যাবতীয় ডকুমেন্ট আমার আছে। এমন নাম না আরো জানা কত অসহায় মানুষকে এমন প্রতরনার শিকার হয়েছে।কত মানুষ সেষ সম্বল নিয়ে নিয়েছে। এমন ভুয়া নিউজ পোটার্ল কত মানুষের জীবনে ক্ষতি সাধন করছে যেখানে সাংবাদিতামহান পেশা এদের মত লোকের কারনে কলক্কিত হচ্ছে। জমগন যেন এৃন প্রতারনাই না পড়ে। মানুষকে সচেতন করা ও জানানো হলো।এমন কি আইনের ব্যাক্তিনও নিউজটা পড়লে আইনের আওতাই এনে তথ্য প্রযুক্তি আইনের আওতাই এনে বিচার করা একান্ত জরুরী বলে সবাই মনে করেন।
যদি কেনো ব্যাওি মানব জমিনের নাম বলে এসব করে থাকে তদন্তের মাধ্যমে তাকে আইনের আওতায় আনা হোক।