সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ
ছাগলনাইয়া উপজেলাধীন মহামায়া ইউনিয়ন ও রাধানগর ইউনিয়নে পৃথকভাবে অভিযান চালিয়ে অবৈধভাবে কৃষিজমির উর্বর মাটিকেটে নেয়ার অপরাধে ভ্রাম্যমান আদালতে নগদ জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাত সাড়ে ১১ টা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের’র সার্বিক সহযোগিতায়, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) নাহিদা আক্তার তানিয়া’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এইসময় অবৈধভাবে কৃষিজমি উর্বর মাটি কাটার অপরাধে মহামায়া ইউনিয়ন’র পূর্ব দেবপুর গ্রাম ও রাধানগর ইউনিয়ন’র শান্তির বাজার এলাকায় দুই মাটিখেকো ভুমিদস্যুকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানের প্রাক্কালে অবৈধভাবে মাটিকাটার কাজে ব্যবহৃত দুইটি এক্সকাভেটর জব্দ করা হয়। এসময় রাধানগর ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্মকর্তা সফিকুল ইসলাম এবং ছাগলনাইয়া থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের ও সহকারি কমিশনার (ভুমি) নাহিদা আক্তার তানিয়া বলেন, অবৈধভাবে কৃষিজমির উর্বর মাটিকাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।