ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ
মঙ্গলবার ১০ মার্চ সকাল ১০ টায় ছাগলনাইয়া উপজেলা চত্বরে ছাগলনাইয়া ফায়ার সার্ভিসের উদ্যোগে জাতীয় দুর্যোগ মোকাবেলা ২০২০ উপলক্ষে মহড়া ও চিত্রাংকনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং উপজেলা হল রুমে জাতীয় দুর্যোগ মোকাবেলা ২০২০ উপলক্ষে মহড়া এক চিত্রাংঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মহড়া অনুষ্ঠানে ছাগলনাইয়া ফায়ার সার্ভিসের একটি দল স্টেসন অফিসার মোঃ রাকিব হোসেনের নেতৃত্বে, লিডার মোঃ সাইদুল ইসলামসহ মহড়া পরিদর্শন করেন। মহড়ায় গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগলে করণীয়, ঘরে বা বৈদ্যুতিক শর্ট থেকে আগুন লাগলে করণীয়, ঘুর্ণিঝড়, সাইক্রোলন, ভূমিকম্পে করণীয়সহ সকল মহড়া প্রদর্শন করেন। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগমের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ’র চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী, ছাগলনাইয়া বন কর্মকর্তা আনোয়ার হোসেন। এছাড়াও উপজেলা পরিষদের সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন। মহড়া শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার ক গ্রুপের ৩ জন এবং খ গ্রুপের ৩জন সহ মোট ৬ জন ছাত্র ছাত্রীর হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।