ঢাকাসোমবার , ৯ মার্চ ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর মাতুয়াইলে বাসার ধাক্কায় নিহত ১

প্রতিবেদক
majedur
মার্চ ৯, ২০২০ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

সালে অাহমেদঃ

রাজধানীর যাত্রাবাড়ীর মৃধাবাড়িতে বাসের ধাক্কায় আল মাহমুদ ইমন (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বেলা দেড়টায় তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আল মাহমুদ ইমন কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার আব্দুর রব সরকারের ছেলে এবং পরিবারের সঙ্গে ডেমরা কোনাপাড়া এলাকায় থাকতেন।

কোনাপাড়ার বাসিন্দা প্লাবন খান জানান, ইমন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসির শিক্ষার্থী। সোমবার নিজের মোটরসাইকেল নিয়ে মাতুয়াইলে এলাকায় যাওয়ার সময় হবিগঞ্জের মর্ডান নামক বাসের ধাক্কায় এই দুর্ঘটনার শিকার হয়।তার সঙ্গে থাকা অপরজন গুরুতর আহত হন।

যাত্রাবাড়ীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, ঘটনার পরে মর্ডান নামক ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে।

Don`t copy text!