সিরাজুল ইসলাম, (লক্ষীপুর) : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয়দিবস উদযাপন উপলক্ষ্যে লক্ষ্মীপুরের কমলনগরে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) দুপুরে স্পন্দন সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এসব সভার আয়োজন করে।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোবারক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার রুক্সি।
এসময় উপস্থিত ছিলেন হাজিরহাট হামেদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মো. জায়েদ হোছাইন ফারুকী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সফিক উদ্দিন, আবু তাহের, কমলনগর প্রেসক্লাব সভাপতি সাজ্জাদুর রহমান, সাংবাদিক এম এ মজিদ, ইউপি চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, ফয়সল আহমেদ রতন, হাজী হারুন অর রশিদ, কমলনগর থানার উপ পরিদর্শক মো. মোশারফ হোসেন, কমলনগর রিপোটার্স ক্লাবের সভাপতি ইসমাইল হোসেন বিপ্লবসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।