সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ মুজিববর্ষ উদযাপন ও বঙ্গবন্ধুর ৭ই মার্চ ভাষন উপলক্ষে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঐতিহ্যবাহী মহামায়া ইউপিস্থ মনুরহাট জমিলা খাতুন চৌধুরী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (৭ মার্চ) সকাল ১০ টায় উক্ত বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অত্র বিদ্যালয়’র প্রধান শিক্ষক সামছুল হুদা মজুমদার’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জমিলা হক ট্রাষ্টের সহ-সভাপতি ও প্রতিষ্ঠানের সভাপতি আজিজুল হক চৌধুরী।
অত্র বিদ্যালয়’র তথ্যও প্রযুক্তি বিষয়ক শিক্ষক শাহাদাত হোসেন’র সঞ্চালনায় অন্যান্যের মাঝে বিশেষ অতিথি ছিলেন হক এন্ড সন্স লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও ট্রাষ্টের সদস্য এমদাদুল হক চৌধুরী, মহামায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গরিবশাহ্ হোসেন চৌধুরী বাদশা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আল মমিন, জমিলা হক ট্রাষ্টের প্রশাসনিক কর্মকর্তা জাফর হোসেন মজুমদার, রুমানা চৌধুরী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক সালমা আক্তার, সাংবাদিক এম নিজাম উদ্দীন মজুমদার সজিব (মোহনা টিভি), দৈনিক বাংলার অধিকার ডটকম ও দৈনিক স্বদেশ বিচিত্রা ছাগলনাইয়া প্রতিনিধি সেপাল নাথ, অত্র বিদ্যালয়’র পরিচালনা পর্ষদের সদস্য মীর হোসেন, স্থানীয় ইউপি সদস্য ফরিদ আহমেদ, ওবায়দুল হক ও সুরমা আক্তার, ট্রাস্টের সদস্য আবদুল্লাহ ফয়সালসহ পরিচালনা পর্ষদের অন্যন্য সদস্য, শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও আগত অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে ৪২ টি ইভেন্টে প্রায় ২ শতাধীক বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন আগত অতিথিবৃন্দ।