স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধানঃ
খুলনান দাকোপের বাজুয়া খুটাখালী আর্য্যসভা মন্দিরের আয়োজনে নিখিল বিশ্বের মানবতাবাদ সম্প্রসারন ও মানবিক উন্নতিকল্পে এবং সর্বজীবের কল্যান কামনায় ৪০ তম মহানামযজ্ঞ শুরু। ৫৬ প্রহরব্যাপী
অবিরাম মহানাম সংকীর্তন ২৯ ফেব্রুয়ারী শনিবার থেকে শুরু হওয়া মহাসংকীর্তন ৭ মার্চ শনিবার প্রত্যুষে নাম ভঙ্গ নাম সংকির্তন সহকারে নগর পরিক্রমা। শ্রীশ্রী ঠাকুরের পুজা, দধিভঙ্গ ও মহোৎসব অন্তে মহন্ত বিদায়।নাম সুধা পরিবেশনায় ৮ টি কির্তন দল মহাসংকির্তন পরিবেশন করেছে। দাকোপ উপজেলা প্রসাশনের কর্মকর্তা, রাজনৈনিক ব্যক্তিত্ব সকল বিভিন্ন শ্রনী পেশার মানুষ ইতি মধ্য আয্যহরিসভা মন্দির পরিদর্শন করেছেন।প্রতি- দিন -রাতে হাজার হাজার ভক্তদের সমগম লক্ষ করা যায়। আজ শনিবার শেষ দিনে উপছে পড়া ভিড় লক্ষনীয়।এছাড়া মহানামযজ্ঞের জলদান কর্মসুচী সাতদিন ব্যাপী বারিধারা সেবাসংঘ লাউডেব বিমলেন্দুু বিস্বাশের পরিচালনায় প্রশান্ত রায়,বিকাশ মন্ডল,তাজল মন্ডল,নিরান্জন রায়, তপন মন্ডল,বিমল নায়,দিপক মন্ডল,কিশোর ব্যানার্জী, রবীন বিস্বাস ও নিপা রায় সহ আরো অনেকে। এবিষয়ে আর্য্যহরিসভার মহাপরিচালক সাবেক ট্রাস্টি শ্রী অপুর্ব কুমার রায় ও সাধারন সম্পাদক শ্রী নিমাই চাঁদদাস বলেন এ বছর ও অনুষ্ঠান কে ঘিরে দেশবিদেশের লক্ষ লক্ষ ভক্তের সমগম ঘটছে সুন্দর সুষ্ঠ ও মনোরম পরিবেশে আইন শৃঙ্খলা পরিস্হিতি সমন্নত রেখে কোন অপতিকর ঘটনা ছাড়া অনুষ্ঠানটি সমাপ্তির পথে। এ অনুষ্ঠান সুন্দর ও সার্থক করতে সকল শ্রেনী পেশার মানুষের সহযোগিতা পাওয়া গেছে।