যীশু সেন,
‘গীতা ও নৈতিকতার আলোয় উদ্ভাসিত হোক ধরণী’ এ স্লোগানকে মননে রেখে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম উত্তর জেলা সংসদ কর্তৃক “বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা ২০১৯ ইং” চট্টগ্রাম উত্তর জেলাধীন ৭টি উপজেলায় ১২টি কেন্দ্রে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।
পরীক্ষা কেন্দ্র সমূহ- হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড মহাবিদ্যালয়; রাঙ্গুনিয়া সাহাব্দীনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও খিলমোগল ঈশান সরকারী প্রাথমিক বিদ্যালয়; মিরসরাই এন.আর.মডেল উচ্চ বিদ্যালয়; সরকারহাট উচ্চ বিদ্যালয়; ও চিনকি আস্তানা সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়; সীতাকুন্ড বিবেকানন্দ বিদ্যা নিকেতন ও ভাটিয়ারী টি.এ.সি সরকারী প্রাথমিক বিদ্যালয়; ফটিকছড়ি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ভূজপুর ন্যাশনাল স্কুল এন্ড কলেজ ও নারায়ণহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয়; সন্দ্বীপ এনাম নাহার উচ্চ বিদ্যালয়। ক,খ,গ ও ঘ এই ৪টি বিভাগে প্রায় ৫,১৫৩ শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত এ পরীক্ষায় বাগীশিক কেন্দ্রীয়, মহানগর, দক্ষিণ জেলা ও চট্টগ্রাম উত্তর জেলা সংসদের ৩টি পরিদর্শন টিম বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
কেন্দ্র পরিদর্শন করেন কেন্দ্রীয় উপদেষ্ঠা অ্যাড. তপন কান্তি দাশ, সভাপতি ব্যাংকার দেশপ্রিয় চৌধুরী বিনয়, সাধারণ সম্পাদক ডাঃ অঞ্জন কুমার দাশ, পৃষ্ঠপোষক তপন ধর, সহ-সম্পাদক প্রকৌশলী সুমন সেন, সহ-সাংস্কৃতিক সম্পাদক যীশু সেন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক লায়ন কৈলাশ বিহারী সেন,
আরও পরিদর্শকের ছিলেন- অধ্যাপক বনগোপাল চৌধুরী, প্রদ্যুৎ বিশ্বাস, প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী, আশীষ পাঠক, প্রদীপ চক্রবর্তী, হারাধন চন্দ্র পাল, অধ্যাপক শিপুল কুমার দে, হিন্দু মন্ত্রণালয়ের ট্রাষ্টি উত্তম শর্মা, জয়রাজ শীল, লায়ন ডা: বিধান মিত্র, উজ্জ্বলশুক্ল দাশ, সুজন মজুমদার, মৃণাল দাশ, অধ্যাপক বিজয় চন্দ্র নাথ, সব্যসাচী দেব টিপু, উত্তর জেলা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক রাজীব বিশ্বাস, সভাপতি অমৃতলাল দে, সাধারণ সম্পাদক মাষ্টার শিবু দাশ, গৌরাঙ্গ ভট্টাচার্য্য, সহ-সভাপতি শ্রী শুভাশীষ চৌধুরীর, সংসদের উপদেষ্টা মিলন কান্তি শর্মার, অধ্যক্ষ মিলন চন্দ্র দেবনাথ, লায়ন অধ্যক্ষ ডা: বরুণ আচার্য্য বলাই, কাজল পাল, অ্যাড. তরুণ কিশোর দেব, বিপ্লব পাল চৌধুরী, অ্যাড. অমল চৌধুরী, ডাঃ গৌবিন্দ মহাজন, ড. শিপক নাথ, মাস্টার সদ্বীপ শীল, ছোটন দাশ, গঙ্গাপদ গোস্বামী, চন্দন নাথ, নারায়ন গোস্বামী, শেখর ঘোষ, কৃষ্ণপ্রসাদ দে, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সায়েদুল আরেফিন, মেয়র ঈসমাইল হোসেন, শংকরমঠের সাধারণ সম্পাদক অধ্যাপক কেশব চৌধুরী, অ্যাড উত্তম মহাজন, স্বপন ধর, ডাঃ সুব্রত চৌধুরী, কাজল শীল, রূপক দে, মানস চক্রবর্তী, সুমন বণিক, সাধন নাথ, পলাশ চৌধুরী, মিল্টন চক্রবর্তী, প্রিয়তোষ নাথ, উজ্জ্বল দে, প্রভাস ধর, বিপ্লব নন্দী, সাগর দাশ, অ্যাড জুয়েল চক্রবর্তী, জুয়েল চক্রবর্তী, সুমন দেবনাথ, রনজিত শীল,
সুজন কান্তি নাথ সুজয়, সুজন চক্রবর্তী, রাসকিন চৌধুরী, আশীষ কর্মকার, সুব্রত রায়, প্রকৌশলী তপন কুমার মল্লিক, চেয়ারম্যান হারুনুর রশিদ, আবু তাহের চৌধুরী, লিংকন চক্রবর্তী, রনজিত শীল, মুক্তিযোদ্ধা বাবুল দেব, অ্যাড মিহির দেব, সজল বড়ুয়া, শিমুল দে, গৌতম পাল, বিজয় কৃষ্ণ বৈষ্ণব, টিটু মহাজন, প্রবীর আচার্য, বুলবুল কান্তি দে, নিতাি চরণ দাশ, যীশু দত্ত, ডাঃ রাজিব দত্ত, উজ্জ্বল ভৌমিক, নির্মল মজুমদার, সাংবাদিক সৌমিত্র চক্রবর্ত্তী, অনিল চন্দ্র নাথ, পিংকু নাথ, মানিক নাথ, দীলিপ নাথ, উজ্জ্বল কুমার দে, সুজন কুমার দে, অঞ্জয় দত্ত, বিষ্ণুচরণ দাশ, পঙ্কজ কুমার মণ্ডল, নিকু শীল, পরিমল দাশ, আর সি দাশ, রবিন, রুবেল চক্রবর্তী, সুনীল শ্যাম, সুভাষ চক্রবর্তী, ত্রিদিব সাহা, নরোত্তম বণিক প্রমুখ।
এছাড়াও বিভিন্ন উপজেলার পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন সংশ্লিষ্ট উপজেলাধীন বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও সনাতনী বিভিন্ন নের্তৃবৃন্দ।
পরীক্ষা সুন্দর ও সার্থকভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন উপজেলা সংসদের কর্মকর্তা, পরিদর্শন দলের সদস্যবৃন্দ, টিভি ও প্রিন্ট মিডিয়া এবং সংশ্লিষ্ট সকলকে বাগীশিক জেলা সংসদের সভাপতি অমৃতলাল দে ও সাধারণ সম্পাদক শিবু দাশ এবং পরীক্ষা কমিটির আহ্বায়ক শ্রী প্রিয়াশীষ চক্রবর্তী ও সদস্য-সচিব প্রভাষক রাতুল শীল ধন্যবাদ জানান।