সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি:
আগামী ১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জন্ম শতবার্ষিকী, ২৫ মার্চ গনহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ’র চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) নাহিদা আক্তার তানিয়া, উপজেলা আ’লীগের সভাপতি নিজামউদ্দিন মজুমদার, পৌর মেয়র এম. মোস্তফা, উপজেলা পরিষদ’র ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার ও মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা আক্তার শিল্পী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শিহাব উদ্দিন রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আল মমিন, শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম, ছাগলনাইয়া জাসদ সভাপতি আবদুল হাই মজুমদার, মহামায়া ইউপি চেয়ারম্যান গরীবুল্লাহ হোসেন বাদশা চৌধুরী, সমবায় কর্মকর্তা সাহা সম্রাট, প্রেস ক্লাব’র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, পৌর কাউন্সিলর সাহেনা আক্তার, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মজুমদার, মাষ্টার মফিজুর রহমান, ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়’র প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, ছাগলনাইয়া বালিকা বিদ্যালয়’র প্রধান শিক্ষক গোলাম আবছার সহ উপজেলা পরিষদের দাপ্তরিক প্রধান, সাংবাদিক, উপজেলা আইন শৃংখলার বাহিনীর প্রতিনিধি সহ আরো অনেকে।
উক্ত প্রস্তুতিমুলক সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থেকে সর্বাত্বক সহযোগিতা কামনা করেন।