সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ
কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ছাগলনাইয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ সম্পর্কে নবগঠিত কমিটি’র সাথে মতবিনিময় ও পরিচিতি সভার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকাল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়। ছাগলনাইয়া উপজেলা ক্যাব’র আহবায়ক কবি মোহাম্মদ ইসহাক মজুমদার’র উদ্ভোধণী’র অনুষ্ঠানের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্যাব’র জেলা সভাপতি এ্যাডভোকেট আকরামুজ্জামান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর’র সহকারি পরিচালক সোহেল চাকমা, উপজেলা আ’লীগের সভাপতি নিজামউদ্দিন মজুমদার, ৬ নং পাঠাননগর ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, ক্যাব ফেনী জেলা সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম নান্টু।
ক্যাব ছাগলনাইয়া উপজেলা শাখার যুগ্ন আহবায়ক আবদুল হাই ভুঁইয়া ও ক্যাব যুগ্ন আহবায়ক প্রেস ক্লাব’র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী’র যৌথ সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ফেনী জেলা সাংবাদিক কল্যান সমিতির সাধারণ সম্পাদক মোঃ শেখ কামাল। এতে আরো উপস্থিত ছিলেন ব্যবসায়ী, সাংবাদিক, সুশীল সমাজ’র প্রতিনিধি ও ক্যাব’র অন্যন্য সদস্যবৃন্দ। অনুষ্ঠান শেষে ৪৫ সদস্য বিশিষ্ট উপজেলা শাখা কমিটিকে অনুমোদন প্রদান করেন জেলা কমিটি।