ঢাকাবুধবার , ৪ মার্চ ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

দরিদ্র, মধ্যবিত্ত শিক্ষার্থীদের ভাগ্য নিয়ে ছিনিমিনি করা যাবেনা, অভিভাবক ও মা সমাবেশে – মেজবাউল হায়দার চৌধুরী

প্রতিবেদক
majedur
মার্চ ৪, ২০২০ ১২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ “শেখ হাসিনার দীক্ষা, মানসম্মত শিক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ছাগলনাইয়া উপজেলাধীন শুভপুর ইউনিয়ন’র ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জাফর ইমাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও মা সমাবেশ’র আয়োজন করা হয়েছে। বুধবার (৪ মার্চ) সকাল সাড়ে ১১ টায় জাফর ইমাম আদর্শ উচ্চ বিদ্যালয়’র প্রাঙ্গঁনে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠানে উক্ত বিদ্যালয়’র প্রধান শিক্ষক আবদুল মোমিন’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ’র চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষানুরাগী ও বিদ্যুৎসাহী সদস্য কেফায়েত উল্যাহ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আলহাজ্ব নজরুল ইসলাম, স্থানীয় ইউপি প্যানেল চেয়ারম্যান মাষ্টার আবুল কালাম।
প্রধান অতিথি মেজবাউল হায়দার চৌধুরী সোহেল তাঁর বক্তব্য বলেন, দরিদ্র মধ্যবিত্ত শিক্ষার্থীদের ভাগ্য নিয়ে ছিনিমিনি করা যাবেনা, শিক্ষার্থীদের সঠিক পাঠদান’র মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলার শিক্ষকদের প্রতি আহবান জানান। অভিভাবকদের উদ্দেশ্য বলেন, এসএসসি পরিক্ষার আগে কোন শিক্ষার্থীদের হাতে এনড্রয়েড মোবাইল তুলে না দেওয়ার আহবান জানানোর পাশাপাশি নিজ নিজ ছেলে মেয়েদের প্রতি দেখভাল করার জন্য পরামর্শ দেন। বক্তব্য আরো বলেন, আমরা চাইনা একটা মোবাইল’র জন্য পিতা মাতার লালিত স্বপ্ন ভেস্তে না যায়। আমরা চাই লেখা পড়া করে উচ্চ শিক্ষিত হয়ে দেশ সেবায় এগিয়ে আসুক। বাল্যবিবাহ ও ইভটিজার বিরুদ্ধে কঠোর হুশিঁয়ারি দিয়ে সমাবেশে আরো বলেন, এই সমস্ত কাজ যারা করবেন তাদেরকে অবশ্যই আইনের আওয়াতায় এনে কঠোর শাস্তি পেতে হবে, এমনকি আ’লীগের সহযোগী সংঘটনের কেউ যদি অন্যায় কাজে লিপ্ত থাকে তাকেও ছাড় দেওয়া হবেনা।

জাফর ইমাম আদর্শ উচ্চ বিদ্যালয়’র অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠানে অন্যন্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, দাতা সদস্য ও প্রাক্তন শিক্ষক নুরুল আলম চৌধুরী, পরিচালনা পর্ষদের সদস্য মহিউদ্দীন জাহেদ, পরিচালনা পর্ষদের সদস্য ও ইউপি সদস্য সাইফুল ইসলাম, প্রাক্তন ইউপি সদস্য মোঃ নুরুল ইসলাম সহ অত্র স্কুল’র শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠান শেষে শিক্ষায় ও সামাজিক অবকাঠামো বিশেষভাবে অবদান রাখায় ৮ জন বিশিষ্ট ব্যাক্তিদেরকে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন আগত অতিথিবৃন্দ।

Don`t copy text!