নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইলে ভাতের সাথে ঔষধ মিশিয়ে পরিবারের লোকজনকে অজ্ঞান করে । টাকা চুরির অভিযোগে রিদয় (১৫) নামে এক কিশোরকে আটক করেছে স্থানীয়রা। রিদয় ময়মনসিংহের নান্দাইল উপজেলার সাভার গ্রামের আঃ রশিদের পুত্র। জানাযায় গত শনিবার দিবাগত রাতে একই গ্রামের ক্বারী আঃ সামাদের পুত্র ইসমাঈলের বাড়িতে পরিবারের সাবাইকে অজ্ঞান করে ৫০ হাজার টাকা চুরি করে।
ইসমাঈল বলেন ঔ দিন রাত ১২ টায় আমি ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পরি। সকালে কেউ ঘুম থেকে উঠতে পারনি প্রতিবেশিরা আমাদের অনেক ডাকাডাকি করে সজাগ করে।আমরা ঘুম থেকে উঠে স্বাভাবিক দাঁড়াতে পারছিলাম না।
বিকালে কিছুটা স্বাভাবিক হলে খোঁজ হয় ট্যাংকের ভিতরে থাকা সব টাকা চুরি হয়ে গেছে।
আমার বৃদ্ধ মা আজ সকালে আমাকে বললেন, ঘটনার দিন আমি যখন ভাত রান্না করছিলাম তখন রিদয় আমার পাশে বসা ছিল।মা কোন কাজে ঘরে যাওয়ার পরপরই সে পাতিলে অজ্ঞান হওয়ার ঔষধ মিশিয়ে দেয়।
ঘটনা সন্দেহ জনক হওয়ায় আজ আমরা রিদয়কে জিজ্ঞেসাবাদ করলে সে তার দায় স্বীকার করে। তখন এলাকার যুবকরা তাকে আটক করে স্থানীয় বাজারে একটি দোকানে আটকে রাখে।
আটক যুবকের কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে সে বলে আমাকে খোকন নামের এক বন্ধু ওই গভীর রাতে ডেকে এই বাড়িতে নিয়ে যায়,আমি বাইরে দাঁড়িয়ে থাকি সে চুরি করি করে ১৫০০০ হাজার টাকার ভাগ দেয়।আমার কাছে ৫০০০ টাকা ছিল ফেরত দিয়েছি। বাকী টাকা বিভিন্ন ভাবে খরচ করেছি।
স্থানীয় ইউ পি সদস্য আঃ হালিম ও বাবুল মিয়া বলেন এদের একটি চক্র রয়েছে, বিভিন্ন এলাকায় এরা এই কাজ করে থাকে।
এই কিশোরকে স্থানীয়রা আটক করেছে কেউ যাতে আইন হাতে তোলে না নেয়, আমরা আমাদের কাছে রেখেছি, বুঝিয়ে শুনিয়ে যতটুকু পারি টাকা আদায় করে থানায় সোপর্দ করব।