সুজন কুমার,নাটোর প্রতিনিধি দৈনিক বাংলার অধিকারঃ নাটোর সদর উপজেলার জংলি রেলক্রসিংয়ের অদুরে কৈগাড়ি কৃষ্টপুর এলাকায় রাজশাহীগামি উত্তরা এক্সপ্রেস ট্রেনের সাথে পাওয়ার ট্রলির সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং পাওয়ার ট্রলি থেকে ছিটকে পড়ে ২ জন আহত হয়। প্রায় দুই ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষরা জানান, আজ সকাল ১০ টার দিকে নাটোর শহর সংলগ্ন জংলি রেলক্রসিংয়ের অদুরে কৈগাড়ি কৃষ্টপুর এলাকায় পার্বতিপুর থেকে রাজশাহীগামি উত্তরা এক্সপ্রেস ট্রেন অতিক্রম করার সময় একটি পাওয়ার ট্রলির সাথে ধাক্কা লাগে। দুর্ঘটনার পর ট্রেনটি কিছু দূরে গিয়ে থেমে যায়। এতে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ফলে ট্রেনের যাত্রীরা আটকা পড়ে এবং এই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।
দুর্ঘটনায় দুজন আহত হয়। গুরুতর আহত অবস্থায় একজনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্টেশন মাষ্টার অশোক কুমার জানান, বর্তমানে নাটোর স্টেশনে অপেক্ষারত অপর একটি ইঞ্জিন জোড়া দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। দুপুর বারটা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।