সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ
ছাগলনাইয়া প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এর দাবিকৃত বীমার চেক হস্তান্তর’র আয়োজন করা হয়েছে। সোমবার (২ মার্চ) সকাল ১০ টায় জমদ্দার বাজার সেন্টার পয়েন্ট ৩য় তলা প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি’র কার্য্যলয়ে দাবিকৃত চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রাইম ইসলামী লাইফ ইনসুরেন্স কোম্পানি বিভাগীয় সমন্বয়ক ছাগলনাইয়া শাখার আমানত উল্যাহ্’র সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক আজকের পত্রিকার সম্পাদক এবিএম নিজাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, জয়েন্ট এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন, ব্রাঞ্চ ম্যানেজার আনোয়ার হোসেন। এতে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক পিনু শিকদার সহ প্রাইম ইসলামী লাইফ ইনসুরেন্স কোম্পানি ছাগলনাইয়া শাখার কর্মকর্তা ও কর্মচারি বৃন্দ। প্রধান অতিথি এবিএম নিজাম উদ্দিন বলেন, প্রাইম ইনসুরেন্স কোম্পানি দুর্নীতিমুক্ত কোম্পানী। বীমা গ্রাহকের বীমা দাবীর টাকা পরিশোধে শতভাগ নিশ্চয়তা প্রদান করতে হবে। একজনের টাকা আরেকজনে খেয়ে ফেলবেন এটা হবে না। প্রাইম ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানীতে কোন দুর্নীতিবাজের ঠাঁই হবে না। যদি কেউ দুর্নীতি করতে চান তবে এখান থেকে চলে যান। প্রাইম ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী হবে গ্রাহকের শতভাগ বিশ্বস্ত কোম্পানী। আমরা গ্রাহকের টাকা মেরে বড় হতে চাই না। আমরা চাই গ্রাহকের যার যার বীমা দাবীর টাকা শতভাগ আস্থার সাথে সঠিক সময়ে তাদের কাছে হস্তান্তর করতে হবে। প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি ছাগলনাইয়া শাখার সমন্বয়ক আমানত উল্যাহ্ জানান মাত্র ৭ কিস্তি পরিশোধের মাধ্যমে আমরা ছাগলনাইয়া নিজপানুয়া’র নেজাম উদ্দিন (পলিসি নং ০০৩৫০০৬২২৭০) তাঁর স্ত্রী রোকেয়া বেগম ফেন্সির হাতে ৮৯৪২৮ টাকার চেক (নং- ৬৬৫০৬৯১ ইসলামী ব্যাংক) হস্তান্তর করি।