সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ
অস্বাস্থ্যকর পরিবেশে ও পরিবেশ দুষন’র অপরাধে ছাগলনাইয়া বাজারে দুই পোল্ট্রী দোকানিকে ৩ হাজার টাকা নগদ জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (২ মার্চ) বিকাল সাড়ে ৪ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া তাহের’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া তাহের অবৈধভাবে সরকারি জায়গা ও ফুটপাত দখলকারিদের উদ্দেশ্য বলেন, আগামী ৭ দিনের মধ্যে সরকারি জায়গা ও ফুটপাত দখল করে যারা ব্যবসার সাথে জড়িত তাদেরকে উক্ত জায়গাগুলি খালি করার নির্দেশ প্রদান করেন, উক্ত সময়ের মধ্যে ফুটপাত দখলমুক্ত না হলে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থাসহ জেল জরিমানা করা হবে। উল্লেখ্য যে গত ২৭শে ফেব্রুয়ারী বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলাধীন শুভপুর ইউনিয়ন’র দক্ষিন কুহুমা এলাকায় অভিযান চালিয়ে কৃষিজমি মাটি কাটার অপরাধে এক ব্যাক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।