সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ একতা, সঞ্চয়, সততা ও অপ্রতিরোধ্য অগ্রযাত্রা বাংলাদেশ লক্ষ্য এবং সমবায় এ দেশের শোষিত অবহেলিত পিছিয়ে পড়া গ্রামীন মানুষের উন্নয়নের অন্যতম মাধ্যম এই প্রতিপাদ্যকে সামনে রেখে ছাগলনাইয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড’র উদ্যোগে ৩৫ তম বার্ষিক সাধারণ সভা ২০২০ আয়োজন করা হয়েছে। সোমবার (২ মার্চ) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলায়তনে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের, জেলা বিআরডিবি উপ-পরিচালক দুলালী ধর, উপজেলা আ’লীগের সভাপতি নিজামউদ্দিন মজুমদার।
মাঠ সংগঠক রফিকুল ইসলাম পাটোয়ারী’র সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী, উপজেলা সমবায় কর্মকর্তা জলি রানী দাস, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ও বিআরডিবি’র ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন। এতে আরো উপস্থিত ছিলেন, পৌর প্যানেল মেয়র মুন্সি নুর হোসেন, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব, কাউন্সিলর কামাল উদ্দিন পাটোয়ারী খোকন, কাউন্সিলর জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম মজুমদার, উপজেলা আ’লীগের সাবেক দপ্তর সম্পাদক আবদুল বাকী মজুমদার শিমুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদার, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, উপজেলা সমবায় সমিতি’র পরিচালক তাহমিনা আক্তার, পরিচালক আশিক রাব্বি, উপজেলা সকল সমবায় সমিতি’র আগত কর্মকর্তা ও সদস্যবৃন্দ। অনুষ্ঠান শেষে সামাজিক অবকাঠামো বিশেষ অবদান রাখায় ৮ বিশিষ্ট জনকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা সহ সমবায় সমিতি’র শ্রেষ্ঠ সংগঠক, শ্রেষ্ঠ সঞ্চয়কারি ও শ্রেষ্ঠ ঋণ পরিশোধকারি সদস্যদের মাঝে পুরস্কার বিতরন করেন আগত অতিথিবৃন্দ।