কচুয়া প্রতিনিধিঃ
“ভোটার হয়ে ভোট দেব দেশ গড়ায় অংশ নিব” এই স্লোগনে বর্ণাঢ্য আয়োজনে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে কচুয়ায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। সোমবার (২ মার্চ) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সংলগ্ন সড়কে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাশ শুভ’র সভাপতিত্বে জাতীয় ভোটার দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহন করেন, সহকারি কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা, উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী আবু বকর সিদ্দিক, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব উল আলম, উপজেলা শিক্ষা অফিসার সাইদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আশেকুর রহমান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর তারেক নাথ মল্লিক, আইসিটি মন্ত্রনালয়ের কচুয়া উপজেলার সহকারী প্রোগ্রামার মোশারফ হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আঃ মবিন, ডেপুটি কমান্ডার জাবের মিয়া, ইউপি চেয়ারম্যান হাজী আঃ হাই মুন্সি, আব্দুস সামাদ আজাদ, ওসমান গনি মোল্লাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন।
কচুয়া ঃ কচুয়ায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ’র নেতৃত্বে র্যালীর একাংশ ।