সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা, বাঙ্গালী জাতির স্বপ্নদ্রষ্টা, বাঙ্গালী জাতির অহংকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালী জাতিকে বীমার আওয়াতায় আনার স্বপ্ন বাস্তবায়নে ও বীমার প্রতি সকলকে উদ্বুদ্ধ করতে ও আগ্রহী হতে ১৯৬০ সালে ১লা মার্চ তৎকালীন আলফা ইন্সুরেন্স (বীমা) কোম্পানিতে চাকুরিতে যোগদান করেন। তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার ১লা মার্চকে “১ম জাতীয় বীমা দিবস” ঘোষনা করেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়ে বীমা খাতকে প্রাধান্য দিয়ে এই খাতের কার্যক্রমকে আরো গতিশীল ও বীমা বেগবান করার প্রয়াসে জনসম্পৃক্ততা, জনসচেতনতা বৃদ্ধির লক্ষে উপজেলা প্রসাশন কর্তৃক আয়োজিত এক বর্নাট্য র্যালী বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হল রুমে রবিবার (১লা মার্চ) সকাল সাড়ে ১০ টায় এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ’র চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এনামুল হক মজুমদার ও মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম’র সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন মহামায়া ইউপি চেয়ারম্যান গরীবশাহ্ হোসেন বাদশা চৌধুরী, পাঠানগড় ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী, বিআরডিবি চেয়ারম্যান মুজিবুর রহমান, প্রেস ক্লাব’র সাবেক সভাপতি মোঃ শেখ কামাল, মহিলা কাউন্সিলর শাহেনা আক্তার, ছাগলনাইয়া উপজেলার পপুলার লাইফ ইন্সুরেন্স, ফারইস্ট, ডেল্টা, হোমল্যান্ড, বায়রা, রুপালী, মেঘনা, সন্ধানি, প্রাইম, গোল্ডেন লাইফ ইনস্যুরেন্স কোম্পানির প্রতিনিধিগন।