মোঃ মাসুদ রানা,কচুয়াঃ
কচুয়া উপজেলা পালাখাল মডেল ইউনিয়নের দোয়াটি গ্রামে র হাজী বাড়ি যুব,মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে ১১তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন হয়েছে। শনিবার বাদ আসর থেকে দোয়াটি হাজী বাড়ী বায়তুন নূর জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে সারা রাত ব্যাপী মাহফিল সম্পন্ন হয়। শাজুলীয়া দরবার শরীফের পীর সাহেব আবুল হাসান শাহ্ মুহাম্মদ রুহুল্লাহ শাজুলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিটিক্যাল কেমিষ্ট বিভাগের ফার্মেসী অনুষদ অধ্যাপক ড. মোহাম্মদ শাহ এমরান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পালাখাল মডেল ইউপি চেয়ারম্যান মোঃ ইমাম হোসেন সোহাগ। দ্বীন ও ইসলাম সম্পর্কে বয়ান রাখেন, লালজান শাহী জামে মসজিদের খতিব হযরত মাওলানা ক্বারী আব্দুল কাইয়ুম মিয়াজী,গাজীপুরের পুবাইল বাইতুছ ছালাম জামে মসজিদের খতিব হযরত মাওলানা ক্বারী কামরুজ্জামান আইয়ুবী সহ আরো অনেকে। মাহফিলটি সার্বিক তত্ত্ববধানে ছিলেন, মাহফিল আয়োজক কমিটি মোঃ দেলোয়ার হোসেন এবং পরিচালনা করেন, দোয়াটি হাজী বাড়ী বাইতুন নূর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মাইনুদ্দিন আনছারী।