আহসান হাবিব জুয়েল রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী চাপাইনবাবগঞ্জের মনাকষা পদ্মা নদীর চরে ৩০ বিঘা জাইগা জুড়ে বিভিন্ন জাতের কুল চাষ শুরু করে! যার মদ্ধে অন্যতম কাশমিরী কুল ও আপেল কুল ব্যাপক জনপ্রিয় ,এই কাশমিরী আপেল কুল বাংলাদেশের সকল জেলাই ব্যাপক চাহিদা,যার মদ্ধে সিলেট ফেনি ও চিটাগাং এ ব্যাপক চাহিদা থাকাই কৃষক ১নং মোঃ হারুনার রশিদ গ্রামঃ মনাকষা পোঃ মনাকষা থানা শিবগঞ্জ পাটনার ২নং মোঃ নাসিরুদ্দিন গ্রামঃ বিনোদপুর পোঃ বিনোদপুর থানাঃ শিবগঞ্জ ‘কুল নামান ও বাজার জাতকরনে বাস্থ সময় পার করছেন! চাষিয়া বলেন সরকারী সহায়তা পেলে কুল চাষ আরো বড়োসরো করে করতেন,কৃষক হারুন ও নাসিরুদ্দিন,তাদের কুল চাষ দেখে অনেক কৃষক এগিয়ে আসতে শুরু করেছে,কৃষকরা চাই সরকার সল্প মুনাফায় ও সহজলভ্য রিন প্রদান করলে এ কুল চাষ আরো ব্যাপক আকার ধারন করবে এবং বেকারত্ব দুর করবে,