ঢাকাবুধবার , ২৬ ফেব্রুয়ারি ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ উজিরপুকুর পদ্মা নদীর চরে কুল চাষে ব্যাপক লাভের সম্ভাবনাময় কৃষকঃ দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
majedur
ফেব্রুয়ারি ২৬, ২০২০ ২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

আহসান হাবিব জুয়েল রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী চাপাইনবাবগঞ্জের মনাকষা পদ্মা নদীর চরে ৩০ বিঘা জাইগা জুড়ে বিভিন্ন জাতের কুল চাষ শুরু করে! যার মদ্ধে অন্যতম কাশমিরী কুল ও আপেল কুল ব্যাপক জনপ্রিয় ,এই কাশমিরী আপেল কুল বাংলাদেশের সকল জেলাই ব্যাপক চাহিদা,যার মদ্ধে সিলেট ফেনি ও চিটাগাং এ ব্যাপক চাহিদা থাকাই কৃষক ১নং মোঃ হারুনার রশিদ গ্রামঃ মনাকষা পোঃ মনাকষা থানা শিবগঞ্জ পাটনার ২নং মোঃ নাসিরুদ্দিন গ্রামঃ বিনোদপুর পোঃ বিনোদপুর থানাঃ শিবগঞ্জ ‘কুল নামান ও বাজার জাতকরনে বাস্থ সময় পার করছেন! চাষিয়া বলেন সরকারী সহায়তা পেলে কুল চাষ আরো বড়োসরো করে করতেন,কৃষক হারুন ও নাসিরুদ্দিন,তাদের কুল চাষ দেখে অনেক কৃষক এগিয়ে আসতে শুরু করেছে,কৃষকরা চাই সরকার সল্প মুনাফায় ও সহজলভ্য রিন প্রদান করলে এ কুল চাষ আরো ব্যাপক আকার ধারন করবে এবং বেকারত্ব দুর করবে,

Don`t copy text!