ঢাকামঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

সৌদিয়া ব্রিকস মালিক নুরনবী গ্রেফতার- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
majedur
ফেব্রুয়ারি ২৫, ২০২০ ৫:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি:-
অগ্রিম টাকা পরিশোধ করেও যথাসময়ে ইট না পেয়ে পাওনা টাকা চাওয়ায় ক্রেতাকে মারধরের মামলায় সৌদিয়া ব্রিকস এর মালিক নুর নবীকে গ্রেফতার করেছে পুলিশ। ২৪ ফেব্রুয়ারি সোমবার দুপুরে শহরের কুমিল্লা বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ ও ভুক্তভোগী সূত্র জানায়, গত ১৬ ফেব্রুয়ারি সকালে জাহিদুল আলম ইট আনতে সৌদিয়া ব্রিকসে পাঠিয়েছেন এজহারুল হক খোন্দকার। ব্রিকস কর্তৃপক্ষ ইট প্রদানে অস্বীকার করলে এজহার সেখানে ছুটে যায়।

এসময় ব্রিকস মালিক নুরুন্নবী, আউয়াল ও ফিল্ড ম্যানেজার জামাল উদ্দিন বাবুল তাদের উপর হামলে পড়ে। দু’জনের মাথায় লোহার রড় দিয়ে আঘাত করে। কিছু বুঝে উঠার আগেই ব্রিকস শ্রমিকরা জড়ো হয়ে এজহারের পকেটে থাকা ৩ লাখ টাকা, জাহিদের পকেটে থাকা সাড়ে ৩ হাজার, ৫৭ হাজার টাকা মূল্যের দুটি মোবাইল ফোন, ৩৪ হাজার টাকা মূল্যের দুটি ঘড়ি ছিনিয়ে নিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করে। ঘটনার সময় জাহিদ ও এজহারকে মারধর করে মোটর সাইকেলটি রেখে দেয়। ঘটনাটি জেনে ছনুয়া ইউপি চেয়ারম্যান করিম উল্লাহ বি.কম লোক পাঠিয়ে মোটর সাইকেল উদ্ধার করেছেন। হামলার ঘটনায় এজহারুল হক খোন্দকার বাদী হয়ে ১৯ ফেব্রুয়ারি ফেনী মডেল থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় সোমবার দুপুরে এসআই শহীদ বিশ্বাস তাকে গ্রেফতার করে।

জানা গেছে, ২০১৮ সালের ১৭ অক্টোবর ৫০ হাজার ইট কিনতে সৌদিয়া ব্রিকস মালিক মো: নুরুন্নবী ও আবদুল আউয়ালকে অগ্রিম ৪ লাখ টাকা পরিশোধ করেন উত্তর ধলিয়া গ্রামের সামছুল হক খোন্দকারের ছেলে মো: এজাহারুল হক খোন্দকার। বিভিন্ন সময় ইট দেয়ার কথা বলে তাকে ফিরিয়ে দেয়া হয়। স্থানীয়রা জানান, নুর নবী ও আউয়াল ইট দেযার কথা বলে এভাবে অনেকের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে প্রতারণা করছে। ইট না পেয়ে অগ্রিম দেয় টাকা ফেরত চাইলে তারা পাওনাদারদের উপর হামলা এমনকি নানাভাবে হয়রানীর হুমকি দেন।

Don`t copy text!