ঢাকামঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়ার নাবিদকে অনুদান দিলেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
majedur
ফেব্রুয়ারি ২৫, ২০২০ ২:২৫ অপরাহ্ণ
Link Copied!

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ
ছাগলনাইয়ার জটিল রোগে আক্রান্ত নাবিদ উল্যাহর চিকিৎসায় সহায়তায় ব্যক্তিগত তহবিল থেকে ১০ হাজার টাকা অনুদান দিলেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া তাহের। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার’র কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের নাবিদ উল্যাহর পিতা হেদায়েত উল্যাহর হাতে ব্যক্তিগত তহবিল থেকে অনুদানের নগদ ১০ হাজার টাকা তুলে দেন। জানা গেছে দৈনিক ইনকিলাব ও সাপ্তাহিক আজকের প্রতিক্রিয়া পত্রিকায় ‘‘নাবিদকে বাঁচাতে এগিয়ে আসুন “শীর্ষক শিরোনাম” সংবাদ প্রকাশিত হওয়ার পর ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান ও উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের’র নজরে পড়ে। জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান নাবিদ উল্যাহর চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইউএনও সাজিয়া তাহেরকে নির্দেশ দেন। ইউএনও সাজিয়া তাহের ব্যক্তিগতভাবে সহযোগিতার পাশাপাশি সরকারীভাবে নাবিদ উল্যাহর চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে তার পরিবারকে আশশ্ত করেন। নাবিদ উল্যাহর পিতা হেদায়েত উল্যাহ জানান, ইউএনও সাজিয়া তাহের একজন মানবিক মানুষ। তার সহযোগিতা, আন্তরিকতা আমরা মুগ্ধ। তিনি যেভাবে নাবিদ উল্যাহর চিকিৎসার সহায়তায় এগিয়ে এসেছেন এটি আমাদের সমাজে বিরল। ছাগলনাইয়া উপজেলার পশ্চিম ছাগলনাইয়া গ্রামের হেদায়েত উল্যার ছেলে নাবিদ উল্যাহ (৮) জটিল রোগে আক্রান্ত হয়ে রাজধানীর সাভার পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) নিউরোলজি বিশেষজ্ঞ ডাঃ সায়েরা বিলকিসের অধীনে চিকিৎসাধীন রয়েছে। জন্মের ৬ মাস পর থেকে মাথায় সমস্যা দেখা দিলে সিটি স্ক্যান করা হয়। পরীক্ষা নিরিক্ষার পর দেখা যায় ব্রেইনে আগাত জনিত কারণে মাথায়, ঘাট ও মেরুদন্ডে সমস্যা চিহ্নিত করা হয়। এছাড়াও গত ১ বছর পূর্বে পড়ে গিয়ে তার বাম পা ভেঙ্গে যায় এবং দু’পায়ের দু’হাটুতে দুটি টিউমার দেখা দেয়। তার চিকিৎসার জন্য প্রচুর টাকা প্রয়োজন। কিন্তু টাকার অভাবে তার চিকিৎসা বর্তমানে বন্ধ রয়েছে। এই ব্যয়বহুল চিকিৎসার ভার বহন করে তার দরিদ্র পরিবার আজ নিঃস্ব প্রায় এবং আর তার পরিবারের পক্ষে চিকিৎসা ব্যায় বহন করা সম্ভব হচ্ছেনা। অসুস্থ নাবিদ উল্যাহর পিতা দরিদ্র হেদায়েত উল্যাহ প্রাণ কোম্পানীর সেলস্ ম্যান। এমতাবস্থায় নাবিদ উল্যাহর অসহায় ও নিরুপায় পিতা ছেলের সুচিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির কাছে আর্থিক সাহায্য কামনা করেছেন। সাহায্য পাঠাবার ঠিকানা- হেদায়েত উল্যাহ, সঞ্চয়ী হিসাব নং-১২১০০০২৬৬৮৪১। সাউথ ইস্ট ব্যাংক ছাগলনাইয়া শাখা.ফেনী। বিকাশ:- ০১৮৬৪৯৪২৩০৮।

Don`t copy text!