মো: মাসুদ রানা,কচুয়াঃ
চাঁদপুরের কচুয়ার দোয়াটি-তিলকিয়াভিটি সর্বজনীন মহাশ্মশান ঘাট ও কালীমািন্দরে শিব চতুদশী উপলক্ষ্যে ৩দিন ব্যাপী শিব চতুদর্শী পূজা অনুষ্ঠিত হয়েছে। রবিবার কালীমািন্দরে শিব পূজা কমিটির সভাপতি সাবেক ইউপি সদস্য পরিমল সরকারের সভাপতিত্বে তিনব্যাপী পূজা সম্পন্ন হয়। কালী মন্দির শিব পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক শংকর সরকারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পালাখাল মডেল ইউনিয়নের চেয়ারম্যান মো: ইমাম হোসেন সোহাগ। এদিকে কচুয়ার মধ্যে দোয়াটি গ্রামে প্রথম এই শ্মশানঘাটে নির্মিত হয়। প্রথমদিনে শ্রীমদগীতা পাঠ, ২য় দিনে শিবপূজা ও ৩য় দিনে রামায়ণ গান অনুষ্ঠিত হয়।
এসময় ওই শ্মশানঘাটে প্রায় ৬শতাধিক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
ছবি: কচুয়ার দোয়াটি মহাশ্মশান ঘাটে শিবমন্দিরে অনুষ্ঠিত পূজার একাংশ।