ঢাকারবিবার , ২৩ ফেব্রুয়ারি ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়া নিজকুঞ্জরা ওয়াহিদুর রহমান স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবন ও চক্ষু বিভাগ’র শুভ উদ্ভোধণ ও আলোচনা সভা অনুষ্ঠিত- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
majedur
ফেব্রুয়ারি ২৩, ২০২০ ১:১৬ অপরাহ্ণ
Link Copied!

সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে ছাগলনাইয়া ঘোপাল ইউনিয়ন’র নিজকুঞ্জরা গ্রামে ইউনাইটেড ট্রাষ্টের উদ্যোগে, গরীব দুঃখী মানুষের স্বপ্ন বাস্তবায়নে রবিবার (২৩ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় ওয়াহিদুর রহমান স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবন ও চক্ষু বিভাগ’র শুভ উদ্ভোধণ অনুষ্ঠিত হয়। ট্রাষ্টি’র ফেনী অঞ্চল’র প্রধান সমন্বয়কারী বিশিষ্ট শিক্ষানুরাগি ও সমাজসেবক নুরুল ইসলাম আজাদ’র সভাপতিত্বে ও প্রভাষক মোর্শেদ হোসেন’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি ও উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন, ইউনাইটেড ট্রাষ্টের পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি খোন্দকার মইনুল আহসান শামিম। বিশেষ অতিথি ছিলেন, ইউনাইটেড ট্রাষ্টের নির্বাহী পরিচালক ও ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এ জে এম ফজলুল রহমান, ইউনাইটেড ট্রাষ্টির সদস্য ফারজানা আক্তার তাসফি ও উক্ত স্বাস্থ্যকেন্দ্রের কর্মকর্তা ডাঃ মোঃ আনোয়ার হোসেন।

এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ কবির আহমেদ, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আলহাজ্ব মোঃ জুলফিকার সিদ্দিক। এতে আরো উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম মজুমদার, অন্যন্য মুক্তিযোদ্ধা, শিক্ষক, ইউনাইটেড ট্রাষ্টির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারি ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। উক্ত উদ্ভোধন ও আলোচনা সভার শেষে আগত অতিথিবৃন্দ নতুন ভবন স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করেন। এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নিজকুঞ্জরা জামেয়া মসজিদ পাড়ার খতিব মাওলানা জসিম উদ্দিন।

Don`t copy text!