শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীনগরে তন্তরে ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা যাত্রা শুরু করল বাংলাদেশ-চায়না ক্লাব রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা কুলিয়ারচরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে গ্রাম পুলিশসহ ৩জন আহত ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী তিন নারী ফুটবলারকে জেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা ভয়াল সিনেমাটি সবার জন্য উন্মুক্ত সিরাজদিখানে নবাগত সহকারী পুলিশ সুপারের সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময় জনগণের অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে আনা হবে- ছাগলনাইয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত দাকোপের সাহেবের আবাদ শ্রীশ্রী কৃষ্ণের রাসমেলায় চতুর্থদিনে সাংকৃতিক সন্ধ্যা ঘোপাল যুবদলের লিফলেট বিতরণ ও গণসংযোগ ঠাকুরগাঁওয়ে তিন জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা ঠাকুরগাঁওয়ে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ইএসডিও’র আলোচনা সভা ও দোয়া মাহফিল ছাগলনাইয়ায় ৩০ কেজি গাঁজা উদ্ধার আটক ০১ রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে। দেশ চালাবে জাতীয় ঐক্যের সরকার।
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

লক্ষ্মীপুরর রামগতি চর পাড়াগাছায় বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত স্থানটির ৪৮ বছর উদযাপন-দৈনিক বাংলার অধিকার

অধিকার ডেক্স / ৩৮৮ সংবাদটি পড়েছেন
প্রকাশ: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২০, ৭:০৮ পূর্বাহ্ণ

সিরাজুল ইসলাম লক্ষ্মীপুর।
লক্ষ্মীপুর রামগতি বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত স্থানটির ৪৮ বছর ঘিরে ওই স্থানে অনুষ্ঠিত হয়ছে দোয়া মিলাদ মাহফিল। বৃহস্পতিবার বিকাল স্মৃতি বিজড়িত রামগতির চর পাড়াগাছা স্থানটিতে আলহাজ মোহাম্মদ উল্যাহর সরদার সভাপতিত্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানর জন্য দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসব উপস্থিত ছিলেন,ড্রপ চেয়ারম্যান এ এইচ এম নামান, বিশষ অতিথি রাবেয়া ইসলাম। ভাইস চেয়াম্যান ফাতমা ফারুক,মাহাম্মদ আজহাব আলী তালুকদারসহ স্থানীয় এলাকাবাসী। বক্তরা জানান,এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান কারাগার থেকে মুক্তি পাবার পর সর্ব প্রথম হলিকপ্টার যোগে লক্ষ্মীপুরর রামগতি উপজলার চর পাড়াগাছা এ গ্রামটিত আসেন। বঙ্গবন্ধুর স্মৃতি রক্ষায় ৪৮ বছরও কোন স্থাপনা নির্মান না করায় স্থানীয়দের মধ্য অসস্তাষ বিরাজ করছ। স্থানীয়রা বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত স্থানটিতে স্থানীয়রা ‘বঙ্গবন্ধু শেখের কিল্লা স্বপ কমপ্লক্স’ নির্মানের দাবী জানিয়ে আসছে দীর্ঘ দিন থেকে।
১৯৭২ সালে ২০ ফেব্রুয়ারী সেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংক্ষিপ্ত ভাষণে শেষে ওড়া-কাদাল হাত নিয় স্বহস্ত মাটি কাটা স্বছাশ্রমে রাস্তা নির্মানের কাজ উদ্বাধন করেন।
রামগতি-নায়াখালী আঞ্চলিক সড়ক হিসাবে ব্যবহার হচ্ছে এবং বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত স্থানটি ‘শেখের কিল্লা’ নাম পরিচিতি লাভ করছে। এই কিল্লা ঘিরে পরবর্তীত পাশে গড়ে উঠছে দেশের প্রথম ‘গুছগ্রাম’।
গত ১৮ ডিসম্বর ২০১৯ ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত শেখের কিল্লা স্থানটি পরিদর্শণ আসেন। স্থানীয় সুধি সমাবেশ ভূমি মন্ত্রী বঙ্গবন্ধু পদদুলিত সঠিক স্থানটি চিহ্নিত করে শেখের কিল্লা স্মৃতি স্তম্ভ’ নির্মানর আশ্বস দিলও এখন পর্যন্ত কোন কাজ শুরু না হওয়ায় স্থানীয়দর মনে চাপাক্ষাভ বিরাজ করছে।
অনুষ্ঠানটির গুরুত্ব ও ইতিহাস তুল ধরত বেসরকারি সংস্থা ‘ডরপ এর উদ্যাগ কয়ক বছর পূর্ব ‘শেখের কিল্লা মাইলষ্টান’ স্থাপন করা হয়ছে যা এলাকা ও সকল পথচারীদর দৃষ্টি আকর্ষিত হয়েছে। এ বিষয় ডরপ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এএইচএম নোমান। তিনি জানান, সেদিন ‘ দেশ গড়ার ডাক’ দিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিল্লায় দাড়িয়ে গণবিদারী কন্ঠ বলছিলন ‘ দেশ আমাদেরকেই গড়ত হব, উৎপাদন বাড়াতে হবে প্রত্যকে বাড়ীতে একটি করে গাছ হলেও লাগাতে হবে। স্বেছাশ্রমের মাধ্যমে দেশ গড়া ও অর্থনৈতিক মুক্তি আন্দোলন এগিয়ে নিতে হবে’। তিনি আরো জানান, এই অঞ্চলর মানুষের একাস্ত আশা-আবেদন ‘শেখের কিল্লা’ একটি স্বপ স্মৃতি স্তম্ভ, পর্যটক রেস্ট হাউজ, স্থানীয় কৃষ্টি কালচার, তাঁর ভাষণ ইতিহাসসহ পাঠাগার সম্বলিত ‘বঙ্গবন্ধু শেখের কিল্লা স্বপ কমপ্লেক্স’ স্থাপন করার।
এতে করে স্থানটির গুরুত্ব ত্বরান্বিত হবে এবং মেঘনার নদীসহ একটি পর্যটন এলাকা হিসাবে গড়ে উঠবে।
স্থানীয়ভাবে গড় ওঠা ‘বঙ্গবন্ধু শেখের কিল্লা স্মৃতি ইতিহাস রক্ষা কমিটি’র সদস্য সচিব মাে:মমিন উল্যাহ জানান, ২০ ফেব্রয়ারি রামগতিতে বঙ্গবন্ধুর আগমনের ৪৮ বছর পূর্তি উপলক্ষে শেখের কিল্লা মাইলষ্টান’ সার্বজনীন কর্মসূচি পালন করা হয় ।
তিনি জানান, বঙ্গবন্ধুর স্মৃতি রক্ষা করতে গিয়ে এলাকার উনয়ন হবে। সামাজিক আন্দোলন মাধ্যম সঠিক স্থানটি স্মৃতি স্তম্ভ নির্মানের জন্য সরকারের কাছে জোড় দাবী স্থানীয়দের। ইতিমধ্যে ১৯৭২ সনের ভাষার মাসের ২০ ফেব্রয়ারি তাদের প্রেরণা।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!