ঢাকাবৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

শিব চতুর্দশী মেলা ঘিরে উৎসবমুখর সীতাকুন্ড- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
majedur
ফেব্রুয়ারি ২০, ২০২০ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

যতীন্দ্র সূত্রধর, সীতাকুণ্ড থেকেঃ

প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হচ্ছে সীতাকুন্ডে  হিন্দু সম্প্রদায়ের অন্যতম তীর্থস্থান চন্দ্রনাথ ধামে শিব চতুর্দশী মেলা।

২১ ফেব্রুয়ারি (শুক্রবার) থেকে শুরু হবে এই শিব চতুর্দশী মেলা।

শিব চতুর্দশী মেলা উপলক্ষ্যে শিব রাত্রে ব্যাসকুন্ডে স্নান -তপর্ন ,গয়াকুন্ডে পিন্ডদান ও বিভিন্ন মঠ-মন্দির দর্শন শেষে পুন্যার্থীরা মেলায় মিলিত হয়ে থাকেন।

মেলায় প্রতি বছরের মত এবারো ভারত ,নেপাল ,শ্রীলস্কা সহ পৃথিবীর বিভিন্ন দেশের সাধু –সন্ন্যাসী ও লাখ লাখ দর্শনার্থীদের আগমনে মেলার স্থল হয়ে উঠে উৎসবমুখর।

এ পাহাড়ে দুরত্ব সীতাকুন্ড বাজার থেকে পূর্ব দিকে প্রায় দুই কিলোমিটার। এর উচ্চতা প্রায় ১২শ ফুট।

এই পথে রয়েছে শংকর মঠ, শ্মশান,গিরিশ ধর্মশালা,ননী গোপাল র্তীথ মন্দির, ভৈরব ধর্মশালা সহ অনেক দেবালয়।

শুক্রবার সন্ধ্যা ৬ টায় ১০ মিনিট থেকে শিব চতুর্দশী তিথি শুরু হয়ে শনিবার রাত ৭ টায় ৭ মিনিট  পষন্ত্য । মেলা আসা পুন্যার্থীরা ডাবের জল ও দুধ দিয়ে শিবলিঙ্গ কে স্নান করাবেন।

এই তির্থীতে বিবাহিত নারীরা স্বামী ও পরিবারের মঙ্গল কামনায় উপোস থেকে ব্রত পালন করেন। দুর দুরান্ত থেকে আসা তীর্থ যাত্রীদের নিরাপত্তার জন্য প্রশাসনে পক্ষ থেকে মেলা স্থলে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।  এছাড়া মেলা স্থলে থাকাবে তীর্থ যাত্রীদের সেবার জন্য মেডিকেল টিম, সেচ্ছাসেবী দলের সদস্যরা।

Don`t copy text!