গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি:-
বাদীর এজাহার সূত্রে জানা যায়, সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চর কৃষ্ণজয় গ্রামে একটি মামলা তদন্তকালে ২৫/১১/২০১৯ ইং তারিখে পুলিশের কাছে সাক্ষী দেওয়াকে কেন্দ্র করে সাক্ষী আরিফুল ইসলাম আরিফ ও তার বন্ধু আফছার হোসেন কে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা বিভিন্ন সময়ে হুমকি ধমকি দিয়ে আসছে।
গত ১৪/০২/২০২০ইং “সব সংবাদ একসাথে” নামক ফেসবুক আইডিতে আরিফ ও আফছার কে জড়িয়ে অজ্ঞাতনামা ব্যক্তি কুরুচিপূর্ণ লেখালেখি করে। এতে তারা সামাজিকভাবে হেয় ও অসম্মানিত হয়। এইসব লেখালেখি কে কেন্দ্র করে গত ১৭/০২/২০২০ইং আরিফ ও আফছারকে সন্ত্রাসী রাসেল ও কানকাটা সেন্টু অকথ্য ভাষায় গালাগালি করে। এক পর্যায়ে আমিরাবাদ ইউপি সদস্য গোলাম কিবরিয়া শামীম মেম্বারের বিরুদ্ধে সাক্ষী কেন দিয়েছে বলিয়া আরিফ ও আফছারকে মারধর করে।
এই বিষয়ে আরিফ ও আফছার বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় আহমদপুর গ্রামের মোঃ সামছুল হকের ছেলে সান্টু ও একই গ্রামের কামাল উদ্দিনের ছেলে সন্ত্রাসী রাসেল মাহমুদকে আসামী করে একটি অভিযোগ (SDR-173/20, 17-02-2020) দায়ের করে। অভিযোগ দায়ের করার পরও আসামি গণ কর্তৃক বাদীকে অভিযোগ প্রত্যাহার করার জন্য চাপ সৃষ্টি ও হুমকি দিয়ে যাচ্ছে। আরিফ ও আফছার প্রশাসনের নিকট সন্ত্রাসী সান্টু ও রাসেল সহ অজ্ঞাতনামা আসামীদের উপযুক্ত বিচার দাবি করেন।
অভিযুক্ত রাসেল জানায়, সান্টু ও আমার বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগ গুলো মোটেই সত্য নয়। স্থানীয় ইউপি সদস্য গোলাম কিবরিয়া শামীমের নিকট এই বিষয়ে জানতে চাইলে তিনি কিছুই জানেন না বলে জানান।