ঢাকাবুধবার , ১৯ ফেব্রুয়ারি ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

প্রতিটি ঘরে ঘরে বঙ্গবন্ধুর মত বক্তা ও নেতা সৃষ্টি করতে হবে – ছাগলনাইয়া আ’লীগ সভাপতি নিজাম উদ্দিন মজুমদার-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
majedur
ফেব্রুয়ারি ১৯, ২০২০ ১:১৬ অপরাহ্ণ
Link Copied!

সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ঐতিহাসিক ৭ই মার্চ ভাষন প্রতিযোগিতা আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) ছাগলনাইয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত উপজেলার বিভিন্ন স্কুল কলেজ শিক্ষার্থীরা অংশগ্রহন করে। বুধবার (১৯ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় ছাগলনাইয়া ডাকবাংলো রোড়ে অবস্থিত গোল্ডেন স্পুন এন্ড রেষ্টুরেন্টে উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আসাফোর সভাপতি মির্জা মীর কাশেম’র সঞ্চালনায় ও সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও জেলা আসাফোর সভাপতি নিজাম উদ্দিন মজুমদার।

প্রধান অতিথি নিজাম উদ্দিন মজুমদার তাঁর বক্তব্য বলেন, বাংলাদেশ আ’লীগের সহযোগী সংঘটন আ’লীগ সাংস্কৃতিক ফোরাম ইতিমধ্যে প্রতিটি জেলা উপজেলা কবিতা, আবৃতি, বক্তব্য, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র মত ঘরে ঘরে যেন যোগ্য নেতা ও বক্তার সৃষ্টি হয়, সে আলোকে আসাফো ছাগলনাইয়া উপজেলা শাখা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে, সেজন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। বঙ্গবন্ধুর ৭ই মার্চ ভাষন’র প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন, বাঁশপাড়া আইডিয়াল একাডেমির সিনিয়র শিক্ষক ফিরোজ আহমেদ, উপজেলা আসাফো’র সাংগঠনিক সম্পাদক আলমগীর বাবলু ও মোমেনা আক্তার মুক্তা, পৌর আসাফো’র সভাপতি মন্নান পাটোয়ারী। ৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষন প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল কলেজ থেকে মোট ১৫ জন শিক্ষার্থী উক্ত প্রতিযোগিতায় অংশ নিয়ে ধারাবাহিক ভাবে ‘ক’ গ্রুফ ও ‘খ’ গ্রুপ বিভক্ত হয়ে প্রতিযোগিতা সম্পন্ন হয়। প্রতিযোগিতায় ‘ক’ গ্রুফ থেকে ১ম স্থান অর্জন করেন মেহেরাজ হোসেন (ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়). ২য় সাকিবুল হাসান (ছাগলনাইয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়) ও ৩য় স্থান অর্জন করেন নাফিসা তাবাচ্ছুম (বাঁশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়)। পর্যায়ক্রমে ‘খ’ গ্রুপ থেকে ১ম স্থান অর্জন করেন নাঈম সাঈদ জিসান (মৌলভী সামছুল করিম কলেজ) ২য় মাঈদুল ইসলাম (ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়) ও ৩য় স্থান অর্জন করেন সাইদুর রহমান (ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়)। এতে আরো উপস্থিত ছিল পুর্ব বাঁশপাড়া শেখ ফজলুল হক মনির স্মৃতি সংসদ’র সাধারণ সম্পাদক মোঃ এনায়েত উল্যাহ্ মিয়াজি, বিভিন্ন স্কুল কলেজ থেকে আগত শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী ও আসাফো উপজেলা শাখার নেতৃবৃন্দ।

Don`t copy text!