সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ছাগলনাইয়া নদী খাল রক্ষার্থে ও সচেতনতাবৃদ্ধি লক্ষ্যে নদী সমীক্ষা প্রকল্প ও জাতীয় নদী রক্ষা কমিশন’র উদ্যোগে এক কর্মসূচী’র আয়োজন করা হয়েছে। উপজেলা নদী রক্ষা কমিটি’র সহযোগিতায় বুধবার (১৯ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে নদী রক্ষায় উদ্বুদ্ধকরণ ও সচেতনতাবৃদ্ধি শীর্ষক প্রশিক্ষন কর্মসূচী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের’র সভাপতিত্বে ও ৪৮ নদী রক্ষার টিম লিডার এবিএম সিদ্দিকুর রহমান’র সঞ্চালনায়, এতে বক্তাগন বলেন অবৈধ দখলদারদের জন্য হারিয়ে যাচ্ছে নদী গুলি, শুধু তাই নয় অবৈধভাবে প্রতিনিয়ত উঠিয়ে নিয়ে যাচ্ছে বালু মাটি, যার ফলে নদী এলাকা অবস্থিত যারা বসবাস করছে তারা প্রতিনিয়ত হুমকির মধ্যে রয়েছে, একদিকে নদী ভাঙ্গনে তারা দিশেহারা, যেকোন মুহুর্তে ঘটে যেতে পারে নদী এলাকার বসবাসরত মানুষদের প্রানহানি।
ছাগলনাইয়া উপজেলা নদী দুষন, দখল, নাব্যতা হ্রাস ও ভাঙ্গন বর্তমান পরিস্থিতি নিয়ে ভিডিও প্রদর্শন ও ভয়াবহতা তুলে ধরেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) নাহিদা আক্তার তানিয়া. দীর্ঘদিন ধরে নদী খনন দখলদারদের দৌরাত্ম্যে নাব্যতা সংকটের পাশাপাশি বিলীন হয়ে যাচ্ছে। কর্মসূচীতে আরো অংশগ্রহন করেন উপজেলা পরিষদ’র ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, পৌর মেয়র এম.মোস্তফা, মহিলা ভাইস চেয়ারম্যন বিবি জোলেখা আক্তার শিল্পী, পরিবেশবিদ মোঃ মনির হোসেন, সমাজবিজ্ঞানবিদ সৈয়দ মোসাদ্দেক হোসেন, প্রোগ্রাম অফিসার এআরএম খালেকুজ্জামান, ফিল্ড অফিসার মাসুদ রানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম, প্রেস ক্লাব’র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী সহ উপজেলা নদী রক্ষা সকল সংশ্লিষ্ট কর্মকর্তাগন। ছাগলনাইয়া নদী রক্ষায় উদ্বুদ্ধকরণ ও সচেতনতাবৃদ্ধি শীর্ষক প্রশিক্ষন কর্মসূচী অনুষ্ঠান’র সভাপতি নির্বাহী অফিসার সাজিয়া তাহের বলেন, নদী, খাল রক্ষার্থে প্রসাশন কর্তৃক যাহা প্রয়োজন আমরা তাই করব, অবৈধভাবে যারা নদীখনন, বালু উত্তোলন করে যাচ্ছে তাদেরকে আইনের আওয়াতা আনতে সাংবাদিক সহ সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার আহবান ও উক্ত কর্মসূচীতে যারা দীর্ঘক্ষন সময় ব্যায় করেছেন এবং সংশ্লিষ্ট আয়োজকদের ধন্যবাদ জানান।