সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ
ছাগলনাইয়ার ঐতিয্যবাহী বিদ্যাপীঠ ইম্পীরিয়্যাল স্কুল’র বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ টায় উক্ত স্কুল মাঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অত্র স্কুল’র সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী নুর হোসেন মজুমদার’র সভাপতিত্বে ও অত্র স্কুল’র ব্যবস্থাপনা পরিচালক আবছারুল হাই উজ্জল’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদ’র চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক সহকারি শিক্ষা অফিসার মোঃ গোলাম কিবরিয়া, পৌর কাউন্সিলর মোজাহারুল ইসলাম মুছা. বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মো: মহিউদ্দিন। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ইম্পীরিয়্যাল স্কুল’র অধ্যক্ষ আবদুস সালাম সরকার, প্রেস ক্লাব’র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, ছাগলনাইয়া থানা উপ-পরিদর্শক আলমগীর হোসেন, সাংবাদিক আউয়াল চৌধুরী।
ইম্পীরিয়্যাল এডুকেশন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় নাচ, গান, দৌড়, চিত্রাংকন, যেমন খুশি তেমন সাজো সহ মোট ৩৬টি ইভেন্টে ২০০ জনের মধ্যে মেধাবী শিক্ষার্থী, সেরা শিক্ষক শিক্ষিকা, সেরা অভিভাবক, সেরা খেলোয়াড় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সামাজিক অবকাঠামো উন্নয়নে অবদান রাখায় ১৭ জন গুনী ব্যাক্তিকে সম্মাননা তুলে দেন আগত অতিথিবৃন্দ।