শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা কুলিয়ারচরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে গ্রাম পুলিশসহ ৩জন আহত ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী তিন নারী ফুটবলারকে জেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা ভয়াল সিনেমাটি সবার জন্য উন্মুক্ত সিরাজদিখানে নবাগত সহকারী পুলিশ সুপারের সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময় জনগণের অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে আনা হবে- ছাগলনাইয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত দাকোপের সাহেবের আবাদ শ্রীশ্রী কৃষ্ণের রাসমেলায় চতুর্থদিনে সাংকৃতিক সন্ধ্যা ঘোপাল যুবদলের লিফলেট বিতরণ ও গণসংযোগ ঠাকুরগাঁওয়ে তিন জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা ঠাকুরগাঁওয়ে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ইএসডিও’র আলোচনা সভা ও দোয়া মাহফিল ছাগলনাইয়ায় ৩০ কেজি গাঁজা উদ্ধার আটক ০১ রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে। দেশ চালাবে জাতীয় ঐক্যের সরকার। সনাতনীদের অস্তিত্ব রক্ষার্থে সকলকে একত্রিত হতে হবে ছাগলনাইয়া সেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ ও গণসংযোগ
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

চাদঁপুরে এখন মনোনয়ন যুদ্ধ ও পৌরসভার নির্বাচনের প্রচারনা – দৈনিক বাংলার অধিকার

অধিকার ডেক্স / ৩৪৩ সংবাদটি পড়েছেন
প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৫০ পূর্বাহ্ণ

চাঁদপুর পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার সাথে সাথেই সরগরম হয়ে উঠেছে চাঁদপুরের রাজনৈতিক দলগুলো।

চাঁদপুরে এখন রাজনৈতিক অঙ্গসংগঠন সহ সর্বত্র এ নির্বাচন নিয়েই চলছে আলোচনা। এখন চলছে প্রার্থী নিয়ে জল্পনা-কল্পনা। কে প্রার্থী হচ্ছেন বা কে দলের মনোনয়ন পাচ্ছেন তা নিয়েই এখন চলছে সকল জল্পনা-পরিল্পনা।

বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে এটা অনেকটা নিশ্চিত। তাই উভয় রাজনৈতিক দলের মাঝেই মেয়র প্রার্থী নিয়ে জল্পনা-কল্পনা চলছে। পুরানো দুই প্রতিদ্বন্দ্বী অর্থাৎ নাছির উদ্দিন আহমেদ এবং শফিকুর রহমান ভূঁইয়াই এই দুইজন হচ্ছেন আসল প্রতিদ্বন্দ্বী। নতুন মুখও আসতে পারে ! এ নিয়েই চলছে মূলত নানা আলোচনা এবং নানাদিক বিচার বিশ্লেষণ। আওয়ামী লীগ ও বিএনপি এ বড় দুটি দল ছাড়াও ছোটখাটো আরো কিছু দল থেকেও মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবে এমন কিছু কথা শুনা যায়।

চাঁদপুর পৌরসভার বর্তমান মেয়র জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ এবারো দল থেকে মনোনয়ন চাইবেন। শুধু চাইবেনই না, তিনি শক্তিশালী মনোনয়ন প্রত্যাশী। মেয়র নাছির উদ্দিন আহমেদ একনাগাড়ে ১৪ বছর চাঁদপুর পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করছেন। সামনে আরো একবার তিনি সুযোগ চাচ্ছেন পৌরবাসীর কাছে। তবে এর আগে তাঁকে দলের মনোনয়ন বাগিয়ে আনতে হবে। তবে চট্টগ্রাম এর দিকে তাকালে হয়ত নাও পেতে পারেন যদি এমনটা হয়।

মনোনয়ন এর জন্যে অবশ্য তিনি সকল প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। এর বাইরে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আলোচনায় তুঙ্গে আছেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল। তিনি চট্টগ্রাম ও কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃত্বে দীর্ঘ সময় থাকার সুবাদে এবং সদা হাস্যোজ্জ্বল ও সদালাপী হওয়ার কারণে আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ে তাঁর বেশ পরিচিতি রয়েছে।

সে সূত্র ধরে তিনিও দলীয় মনোনয়ন পাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর পাশাপাশি মেয়র পদে দলীয় মনোনয়ন পাওয়ার লড়াইয়ে আরো যারা আছেন তারা হচ্ছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ আলম মিল্টন এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান ইমাম বাদশা। এদের মধ্যে তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী অনেক আগে থেকেই ব্যক্তিগতভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এর বাইরে গত ক’দিন যাবত আলোচনা শোনা যাচ্ছে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ইউছুফ গাজীর নাম। তিনিও দলের মনোনয়ন চাইবেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

এদিকে বিএনপির মধ্য থেকে এখনো শফিকুর রহমান ভূঁইয়ার নামই শোনা যাচ্ছে। তিনি ইতিপূর্বে একবার এই পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। এরপর তিনি দুইবার বর্তমান মেয়রের সাথেই প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছেন। এবারো তিনি মেয়র পদে নির্বাচন করবেন এবং বিএনপি থেকেই মনোনয়ন নিয়ে নির্বাচন করবেন বলে বেশ জোর দিয়ে তিনি বলেছেন। এটাই তার শেষ নির্বাচন বলে তিনি এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন। তবে শেষ পর্যন্ত এই বড় দুটি দল থেকে মনোনয়ন কারা পাচ্ছেন তা নিশ্চিত হতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। উভয় দলের মনোনয়ন প্রত্যাশীরা এখন দলের মনোনয়ন পেতে ঢাকা অবস্থান করছেন বলে জানা গেছে।

তবে চাঁদপুর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ ২৯ মার্চ রোববার। মনোনয়নপত্র দাখিলের শেষদিন ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, মনোনয়নপত্র বাছাই ১ মার্চ রোববার এবং ৮ মার্চ রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন। আর চূড়ান্ত ও বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে ৯ মার্চ সোমবার।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!