ঢাকাসোমবার , ১৭ ফেব্রুয়ারি ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

ফেনীর ছাগলনাইয়া ঘোপাল ইউনিয়ন চেয়ারম্যান অবশেষে শ্রীঘরে – দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ১৭, ২০২০ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ছাগলনাইয়া উপজেলাধীন ঘোপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক মানিক, মাদক মামলায় চট্টগ্রাম আদালতে আত্মসমর্পণ করতে হাজির হলে আদালত তাকে জামিন না মন্জুর করে শ্রীঘরে প্রেরণ করে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় অতিরিক্ত চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদ’র আদালতে আজিজুল হক মানিক আত্মসমর্পণ করে জামিন আবেদন করে।

আদালত জামিন না মন্জুর করে তাকে শ্রীঘরে পাঠানোর নির্দেশ দেন। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
মামলা সূত্রে জানা গেছে, গত ৬ ফেব্রুয়ারি রাতে হালিশহর থানার সবুজবাগ কালিবাড়ির সামনে থেকে রেহানা আক্তার সুমি (৩৫) নামে এক নারীকে আটক করে পুলিশ। এসময় তার কাছে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মাদক মামলায় আজিজুল হক মানিককে আসামি করা হয়। তার সাথে মানিক চেয়ারম্যানের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক রয়েছে বলেও দাবী করে ওই মহিলা।

এ ঘটনায় চট্টগ্রামের হালিশহর থানার এএস আই আবুল হোসেন বাদি হয়ে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের রামপুর এলাকার মো: মোস্তফার মেয়ে রেহানা আক্তার সুমিকে (৩৫) প্রধান আসামী করে ও ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত আমিন শরীফের ছেলে ইউপি চেয়ারম্যান আজিুল হক মানিক (৪৫) ও ইকবাল হোসেনকে (৩৮) কে আসামী করে মাদক আইনে মামলা দায়ের করে।
মামলার তদন্ত কর্মকর্তা হালিশহর থানার উপপরিদর্শক শহীদ উল্লাহ বলেন, গ্রেপ্তার ওই নারী জানিয়েছেন ইয়াবাগুলো আজিজুল হক মানিকের। এ জন্য তাঁকে ধরতে অভিযান চালানো হয়। কিন্তু ধরা যায়নি। তিনি আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছেন।

পরবর্তী শুনানির দিনে পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে। এই দিকে আজিজুল হক মানিক কে শ্রীঘরে পাঠানোর খবর এলে ঘোপাল ইউনিয়ন বাসি আনন্দে একে অপরকে মিষ্টি বিতরন করতে ব্যাস্ত হয়ে পড়ে।

Don`t copy text!