গাজী মোহাম্মদ হানিফ, ফেনী থেকে:-
১৯৯৮ সালের ৬ই ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত ঘোষণার দীর্ঘ ২২ বছরেও বাস্তবায়ন না হওয়ায় তৃণমূলে স্বাস্থ্য সেবা প্রদানকারী স্বাস্থ্য সহকারী (বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশান) নেতৃবৃন্দ হতাশা প্রকাশ করেন।
১৬ই ফেব্রুয়ারী রবিবার সকাল ১০ ঘটিকায় ফেনী জেলার নবাগত সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাজ্জাদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশান, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারী সমন্বয় পরিষদ ফেনী জেলা শাখার পক্ষ থেকে সংগঠনের কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন পরিষদ কর্তৃক ঘোষিত চলমান কর্মসূচী সমূহ অবহিত করেন।
নেতৃবৃন্দ বলেন- প্রধানমন্ত্রী ঘোষিত তাদের দাবী গুলো দীর্ঘদিনেও বাস্তবায়ন না হওয়ায় তৃণমূলে স্বাস্থ্যসেবা প্রদানকারী স্বাস্থ্য সহকারীদের মধ্যে হতাশা বিরাজ করছে। নেতৃবৃন্দ আরও জানান- আগামী ২৯/০২/২০২০ইং থেকে অনুষ্ঠিতব্য সারাদেশে হাম-রুবেলা ক্যাম্পেইনের সকল কার্যক্রম বর্জন কর্মসূচী সারাদেশের ন্যায় ফেনী জেলায়ও চলছে। দাবী বাস্তবায়ন নাহলে তারা চলমান ইপিআই কার্যক্রম বর্জন সহ লাগাতার কঠোর কর্মসূচী দেওয়ার ঘোষণা দিবেন।
টেকনিক্যাল পদমর্যাদা সহ বেতন স্কেল আপগ্রেডেশন করে স্বাস্থ্য সহকারীদের সকল দাবী অনতিবিলম্বে বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন নেতৃবৃন্দ।
সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নুরবী বলেন- আমরা আশাকরি মুজিববর্ষের উপহার সরূপ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেবেন।
সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাজ্জাদ হোসেন তাদের দাবি সমূহ সম্পর্কে অবহিত হয়েছেন, তিনি বলেন- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের স্বাস্থ্য খাত সহ সকল খাতে উন্নতির ছোঁয়া লেগেছে, মানুষের জীবনমানের উন্নতি হয়েছে, তিনি সকলকে সততা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করার অনুরোধ জানিয়েছেন।
এইসময় সংগঠনের উপদেষ্টা দিদারুল আলম ভূঁঞা, জেলা সমন্বয়ক স্বাস্থ্য পরিদর্শক বাবু অধীর চক্রবর্তী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক খায়েজ আহমদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ নুরনবী, জেলা সাধারণ সম্পাদক ছানাউল্যাহ, জেলা সাংগঠনিক সম্পাদক ইউছুফ মজুমদার, ফেনী সদর উপজেলার স্বাস্থ্য সহকারী রহমত আলী সহ সকল উপজেলা স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীগণ উপস্থিত ছিলেন।