দিনাজপুর ব্যুরো প্রতিনিধি।। দিনাজপুর শহরের বালুবাড়ী এলাকার গ্রীণ লাইফ ফার্মেসী’র চোরাইকৃত মালামাল সমূহ – (০১। ১টি কম্পিউটারের CPU কালো রংয়ের। যাহার গায়ে উপরের অংশে SAMSUNG নিচের অংশে CIRCLE লেখা আছে। ০২। ১টি LED ১৭ ইঞ্চি মনিটর, যার গায়ে নিচে ইংরেজিতে DELL লেখা আছে। ০৩। ১টি কালো রঙের কী-বোর্ড যার গায়ে লেখা A4TECH লেখা আছে। ০৪। ১টি কম্পিউটারের কালো মাউস ) উদ্ধার করেছে দিনাজপুর কোতোয়ালি থানা ইন্সপেক্টর (তদন্ত) বজলুর রশীদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স।
১৫ ফেব্রুয়ারি, ২০২০ শনিবার দুপুর ২টায় দিনাজপুর কোতোয়ালি থানায় নিজ কার্যালয়ে উদ্ধারকৃত মালামাল প্রকৃত মালিক দিনাজপুর কালিতলা নিবাসী মৃত সুবোধ কুমার ধর এর পুত্র মিঠু কুমার ধরের হাতে তুলে দিচ্ছেন দিনাজপুর কোতয়ালী থানা ইন্সপেক্টর (তদন্ত) মো. বজলুর রশীদ।
এ ব্যাপারে মিঠু কুমার ধর বাদী হয়ে দিনাজপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। যার নং – ৪৭ তারিখ ১৩/১১/২০১৯ ইং ধারা – ৪৬১/৩৮০ পিসি।
উল্লেখ্য যে, ১২ নভেম্বর, ২০১৯ রাত আনুমানিক ১২.১৫ টায় দিনাজপুর শহরের বালুবাড়ী এলাকার গ্রীণ লাইফ ফার্মেসীতে চুরি সংক্রান্ত ঘটনাটি ঘটে। ১৯ জানুয়ারি, ২০২০ রোববার বিকেল সাড়ে ৬টায় দিনাজপুর কোতোয়ালি থানা ইন্সপেক্টর (তদন্ত) মো. বজলুর রশীদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ আসামি অসীম, পিং অশোক, সাং – বড়বন্দর (যোগেনবাবুর মাঠ সংলগ্ন) থানা – কোতয়ালি, দিনাজপুর এর ঘরের বাঁশের তৈরি ছাদের উপর থেকে চোরাইকৃত মালামাল উদ্ধার করেন।