ঢাকাশুক্রবার , ১৪ ফেব্রুয়ারি ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে নানা আয়োজনে বসন্ত বরণ পালিত-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
majedur
ফেব্রুয়ারি ১৪, ২০২০ ৭:২১ পূর্বাহ্ণ
Link Copied!

সুজন কুমার,নাটোর প্রতিনিধিঃ
ফুল ফুটুক আর না ফুটুক বসন্ত শুরু হয়েছে ১লা ফাল্গুন’। সারা দেশের ন্যায় নাটোরেও জেলা প্রশাসনের নানা আয়োজনে বরণ করা হচ্ছে বসন্তকে। এ উপলক্ষে আজ শুক্রবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে কানাইখালী স্টেডিয়াম মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। রং-বেরঙের পোশাক পরিধান করে নানা বয়সের নারী-পুরুষ নেচে-গেয়ে এই শোভাযাত্রায় অংশ নেয়।

 

স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাণীভবানীর রাজবাড়ি চত্বরে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরিফুন্নেছা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলিসহ জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে রাজবাড়ি চত্বরে মুক্তমঞ্চে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। পহেলা ফাল্গুন সবার মনে নতুন রং নিয়ে আবির্ভুত হয়। দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতি বজায় রাখতে তাই আনন্দভরে বসন্তকে বরণ করে নিতে প্রতিবারের ন্যায় এবারও শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Don`t copy text!