সুজন কুমার,নাটোর প্রতিনিধিঃ
ফুল ফুটুক আর না ফুটুক বসন্ত শুরু হয়েছে ১লা ফাল্গুন’। সারা দেশের ন্যায় নাটোরেও জেলা প্রশাসনের নানা আয়োজনে বরণ করা হচ্ছে বসন্তকে। এ উপলক্ষে আজ শুক্রবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে কানাইখালী স্টেডিয়াম মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। রং-বেরঙের পোশাক পরিধান করে নানা বয়সের নারী-পুরুষ নেচে-গেয়ে এই শোভাযাত্রায় অংশ নেয়।
স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাণীভবানীর রাজবাড়ি চত্বরে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরিফুন্নেছা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলিসহ জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে রাজবাড়ি চত্বরে মুক্তমঞ্চে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। পহেলা ফাল্গুন সবার মনে নতুন রং নিয়ে আবির্ভুত হয়। দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতি বজায় রাখতে তাই আনন্দভরে বসন্তকে বরণ করে নিতে প্রতিবারের ন্যায় এবারও শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।