ঢাকাবুধবার , ১২ ফেব্রুয়ারি ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য গ্রেফতার, একটি মোটসাইকেল উদ্ধার- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
majedur
ফেব্রুয়ারি ১২, ২০২০ ১২:০০ অপরাহ্ণ
Link Copied!

আকাশ সরকার, রাজশাহী ব্যুরোঃ

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন পশ্চিম বালিয়া এলাকার মোঃ আব্দুর ওহাব এর ছেলে মোঃ ওহিদুল ইসলাম(২১) চাচার বিয়ের অনুষ্ঠানে গত ২৮/১২/২০১৯ তারিখ বেলা ১৪.৩০ ঘটিকায় রাজপাড়া থানাধীন নাইস কনভেনশন সেন্টারের ভিতরে তার ব্যবহৃত মোটরসাইকেল যার রেজিঃ নং-রাজ মেট্রো-ল-১১-৪৯১৪ রেখে ভিতরে যায়। অনুষ্ঠানে খাওয়া দাওয়া শেষে ১৫.০০ ঘটিকার দিকে এসে দেখে তার মোটরসাইকেলটি নাই। পরবর্তীতে ভুক্তভোগী রাজপাড়া থানায় এসে পুলিশকে অবহিত করলে ৪৪ (১২) ১৯ মামলা রুজু হয়। মামলা রুজুর পরপরই রাজপাড়া থানা পুলিশ অভিযান পরিচালনা করে বর্ণিত মোটরসাইকেল সহ সন্ধিগ্ধ আসামী ১। মোঃ শরিফুল ইসলাম বিপ্লব (১৬), পিতা-মোঃ আশরাফুল ইসলাম, হড়গ্রাম পশ্চিমপাড়া, থানা-কাশিয়াডাঙ্গা, মহানগর রাজশাহীকে আটক করে। আটককালে তার সহোযোগী আসামী ২। সুমন, পিতা-মোঃ আফসার আলী, সাং-৩৩ রশিয়া বেড়ীবাধ, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ সহ আরো অজ্ঞাত আসামী পালিয়ে যায়। ইতোপূর্বে রাজপাড়া এলাকায় বিভিন্ন সময় বেশ কিছু মোটরসাইকেল চুরি যাওয়ার ঘটনা ঘটে। পরবর্তীতে জানা যায় উক্ত পলাতক আসামী বর্তমানে চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অপর একটি মামলায় গ্রেফতার হয়ে জেল হাজতে আটক আছে। উক্ত আসামীকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যমতে ১১/০২/২০২০ তারিখ দিবাগত রাতে রাজপাড়া থানার পিএসআই/মোঃ নুরুল ইসলাম এর নেতৃত্বে একটি চৌকস দল মোটরসাইকেল চোর চক্রের মূলহোতাদের গ্রেফতারের উদ্দেশ্যে রিমান্ড প্রাপ্ত আসামীকে সাথে নিয়ে চাঁপাই নবাবগঞ্জ জেলাধীন শিবগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ আল মামুন @ মামুন(২৭), পিতা-মোঃ সাদেকুল ইসলাম, সাং-কালিগঞ্জ সুজাপুর, ২। মোঃ রিমন(১৬), পিতা-মোঃ মুকুল, সাং-লছমুনসুর হিন্দুপাড়া, উভয় থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাই নবাবগঞ্জদ্বয়কে গ্রেফতার করে এবং তাদের হেফাজত হতে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে। উদ্ধারকৃত মটরসাইকেল এর মালিক এজাহার দাখিল করিতেছে। মামলাটি প্রক্রিয়াধীন। আটককৃতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Don`t copy text!