ঢাকাসোমবার , ১০ ফেব্রুয়ারি ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় জলাতঙ্কমুক্ত রাখতে ভ্যাকসিন দেওয়া হচ্ছে কুকুরকে -দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ১০, ২০২০ ১০:২০ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ
চাঁদপুর জেলা কচুয়া উপজেলা বাসিন্দাদের জলাতঙ্কমুক্ত রাখতে বেওয়ারিশ ও পোষ্য কুকুরকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচির আওতায় ০৭ থেকে ১১ ফেব্রুয়ারী পর্যন্ত কচুয়া উপজেলা ১২ টি ইউনিয়নে পৌরসভাসহ বিভিন্ন ওয়ার্ডে কুকুরদের টিকা কার্যক্রম বাস্তবায়ন করছে স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখা ও, সিডিসি, স্বাস্থ্য অধিদপ্তর।

এ কার্যক্রম বাস্তবায়নে গত ৭ তারিখ থেকে মাইকিংসহ বিভিন্ন প্রচার চালিয়ে জনগণের সহায়তা চেয়েছে কর্তৃপক্ষ। কচুয়া উপজেলা এমডিবি, সুপার ভাইজার মোঃ কাউছার আহম্মেদ জানায়,বেওয়ারিশ ও পোষ্য কুকুর রয়েছে তাদের, প্রথম দিনে আমরা ৩৬৪টি কুকুরকে ভ্যাকসিন দেওয়া হয়েছে, আমরা প্রতিদিন প্রায় ৩শ থেকে ৪ শ কুকুরকে ভ্যাকসিন দিয়ে যাচ্ছি, এই কার্যকম চলছে ১১ ফেব্রুয়ারী পর্যন্ত। স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার ৫ দিনব্যাপী কর্মসূচি চলাকালে কুকুরকে টিকা এবং একই সঙ্গে শরীরে অস্থায়ী রং দেওয়া হবে, যাতে কোনো কুকুর ভ্যাকসিন প্রয়োগ থেকে বাদ না যায়।

রোগ নিয়ন্ত্রণ শাখা, সিডিসি,স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী ঢাকা,কচুয়া উপজেলা ভেটেরিনারি অফিসার ডাক্তার দীপ্ত বায়, জানান, ২০২২ সালের মধ্যে বাংলাদেশকে জলাতঙ্কমুক্ত করার লক্ষ্যে দেশব্যাপী জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচি বাস্তবায়ন করছে স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখা।

Don`t copy text!