ঢাকারবিবার , ৯ ফেব্রুয়ারি ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজীতে সিএনজি শ্রমিকদের পরিবারকে শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান

প্রতিবেদক
majedur
ফেব্রুয়ারি ৯, ২০২০ ৭:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী (ফেনী) থেকে:-

সোনাগাজীতে সড়ক দূর্ঘটনায় আহত ও মৃত সিএনজি শ্রমিকদের পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন- সোনাগাজী উপজেলা সিএনজি শ্রমিক ইউনিয়ন। ৯ই ফেব্রুয়ারী রবিবার দুপুরে সাম্প্রতিক মৃত্যু বরণকারী সোনাগাজী পৌরসভার পাণ্ডব বাড়ীর সিএনজি ড্রাইভার ছায়েদল হকের পরিবারকে নগদ ৩০,০০০ টাকা, সড়ক দূর্ঘটনায় নিহত চর সোনাপুর গ্রামের সিরাজুল ইসলামের পরিবারকে নগদ ২০,০০০ টাকা ও ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যু বরণকারী সিএনজি ড্রাইভার মোঃ সোহেলের পরিবারকে নগদ ১০,০০০ টাকা অনুদান প্রদান করা হয়।

সোনাগাজী উপজেলা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিএনজি শ্রমিক ইউনিয়ন (দক্ষিণাঞ্চল- গভঃ রেজিঃ ১৯৮৮) সভাপতি ও ফেনী জেলা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হানিফ, এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফেনী জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম।

সোনাগাজী উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুদান প্রদান কালে আরো উপস্থিত ছিলেন- সোনাগাজী উপজেলা শ্রমিকলীগ ও সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল কাদের, সিএনজি লাইন সম্পাদক বাহার উল্যাহ বাহার, শ্রমিক ইউনিয়নের সহসম্পাদক আবু মোতালেব সেবা, শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা আবদুল হাদী, সহসভাপতি ইলিয়াছ সিরাজ, শ্রমিক ইউনিয়নের ডাকবাংলা শাখা কমিটির সভাপতি মোঃ হানিফ, যুগ্ম সম্পাদক আবদুল মন্নান, সহ লাইন সম্পাদক আবদুল কাদের সহ সিএনজি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

উল্লেখ্য যে, সিএনজি শ্রমিক ইউনিয়ন সড়ক দূর্ঘটনায় আহত নিহত ও অসহায় সিএনজি শ্রমিকদের নিয়মিতভাবে আর্থিক অনুদান সহ সামগ্রিকভাবে সহায়তা করে থাকেন।

Don`t copy text!