ঢাকারবিবার , ৯ ফেব্রুয়ারি ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

করোনাভাইরাস: চীনের পর এবার আক্রান্ত সিঙ্গাপুরে- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ৯, ২০২০ ৫:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

করোনাভাইরাসে চীনের পর দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা এখন সিঙ্গাপুরে। রোববার নতুন করে আরও সাতজন আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত হয় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ফলে সেখানে করোনাভাইরাস আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জনের মতো।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ভাইরাস আক্রান্তদের মধ্যে দু’জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বাকি ৩৮ জনের মধ্যে বেশিরভাগেরই অবস্থা স্থিতিশীল।

চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাদের, একজনকে অক্সিজেন দেয়া হচ্ছে।

নতুন আক্রান্তদের মধ্যে পাঁচজনই আগে আক্রান্তদের সঙ্গে সম্পর্কিত। তবে তারা কেউই সম্প্রতি চীন সফর করেননি।

গত ডিসেম্বরে করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর থেকে প্রতিদিনই মৃতের সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত চীনের মূল ভূখণ্ড ও এর বাইরে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮০৩ জন। এর মধ্যে শুধুমাত্র হুবেই প্রদেশেই মারা গেছেন ৭৮০ জন।

বিশ্বের ২৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এখন পর্যন্ত প্রতিষেধকবিহীন এই ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ৮০০ জন। ২০ হাজারেরও বেশি রোগী হাসপাতালে ভর্তি। এদের মধ্যে ১ হাজার ১৫৪ জনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে বলে জানিয়েছেন দেশটি।

করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২০০২ সালে মহামারি আকারে ছড়িয়ে পড়া সার্সকেও (সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম) ছাড়িয়ে গেল। সে সময় সার্স ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বের ২৪টিরও বেশি দেশে মোট ৭৭৪ জন প্রাণ হারান, আক্রান্ত হন ৮ হাজার ৯৮ জন।

সুএ অনলাইন

Don`t copy text!