মোঃ মাসুদ রানা,কচুয়াঃ
চাঁদপুরের কচুয়ার ঐতিহ্যবাহী দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো: আবু বকর মজুমদার উজ্জ্বল এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভাপতি তাঁর বক্তব্যে বলেন, প্রতিটি শিক্ষার্থী অভিভাবকদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ। আপনার সন্তানরা সুশিক্ষায় শিক্ষিত হলে আপনারা নিজেরাই লাভবান হবেন। তাই শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর রেখে তাদের ভবিষ্যতের জন্য এগিয়ে নিতে হবে। বিশেষ করে আমরা যারা পরিচালনায় আছি তাদের একার পক্ষে বিদ্যালয়ের সার্বিক লেখাপড়ার মান উন্নয়ন সম্ভব নয়। অভিভাবক হিসেবে আপনাদের বুদ্ধি পরামর্শ নিয়ে বিদ্যালয়টিকে উপজেলার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যালয় রূপান্তর করতে চাই।
বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মো: বাহালুল শাহ ও উপজেলা যুবলীগের সদস্য মঞ্জুর এলাহী মজুমদারের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মো: আজিজ উল্যাহ, বিদ্যুৎসাহী সদস্য বোরহান উদ্দিন মজুমদার,অভিভাবক সদস্য ডা: হানিফ মিয়া দুলাল,খোরশেদ আলম মজুমদার,হানিফ মিয়াজী,আনোয়ার হোসেন,অভিভাক কামাল হায়দার মজুমদার প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কচুয়া: কচুয়ার দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও মা সমাবেশ বক্তব্য রাখছেন বিদ্যালয়ের সভাপতি মো: আবু বকর মজুমদার উজ্জ্বল।