সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি:
দক্ষিন এশিয়ার বৃহত্তম সংঘটন শিক্ষা শান্তি প্রগতি পতাকাবাহী বাংলাদেশ ছাত্রলীগকে তৃনমূল ভাবে শক্তিশালী করতে পৌরসভাধীন ৪,৫,৬ নং ওয়ার্ড ছাত্রলীগ’র বার্ষিক সম্মেলন’র আয়োজন করা হয়। শুক্রবার (৭ ফেব্রুয়ারি ) বিকাল ৪ টায় পৌরসভাস্থ বাঁশপাড়া (মাইলের মাথা) ঈদগাঁহ মাঠ নামক স্থানে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। পৌর ছাত্রলীগ সভাপতি কাজী জিয়াউল হক রুবেল’র উদ্ভোধণী অনুষ্ঠান’র মধ্য দিয়ে বার্ষিক সম্মলনের কার্যক্রম শুরু হয়. পৌর ৫ নং ওয়ার্ড ছাত্রলীগ সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম পার্থ’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল. এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি নিজাম উদ্দিন মজুমদার, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র এম. মোস্তফা, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এনামুল হক মজুমদার ও সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের নেতৃত্বকারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র স্মৃতিচারণ করে প্রধান অতিথি সোহেল চৌধুরী বলেন, ছাত্রলীগের নেতৃত্বে আসতে হলে ছাত্রত্ব থাকতে হবে, ভদ্র নম্র হতে হবে। বক্তব্য আরো বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র স্বপ্ন ২০৪১ সালকে বাংলাদেশকে বিশ্বের দরবারে রোল মডেল হিসেবে উপস্থাপন করতে ছাত্রলীগকে অবশ্যই আন্তরিক হয়ে কাজ করতে হবে।
বিশেষ বক্তা হিসেবে পৌর মেয়র এম.মোস্তফা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র আদর্শকে লালন করে বলেন, আজ ফেনী জেলা শান্তির নগরে পরিনত হয়েছে, তার একমাত্র কারন ফেনী ২ আসন’র সাংসদ নিজাম উদ্দিন হাজারী’র জন্য, তাই আগামীতেও ছাত্রলীগকে আরো গতিশীল সুসংগঠিত থাকতে হবে। ছাত্রলীগকে সব অপকর্মের উর্দ্ধে থাকতে হবে। পৌর মেয়র আরো বলেন, কেউ যাতে দলীয় কোন্দলে না জড়ায়ে, গ্রুপিং না করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও দেশের উন্নয়নে অংশীদার হওয়ার আহবান জানান। আমাদের একটাই পরিবার, সেটা হলো বাংলাদেশ আ’লীগ ও সহযোগী সংঘটন। এখানে আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। যার যোগ্য নেতৃত্বে সংঘটন সুসংঘটিত হয় তাকেই যোগ্য ক্যাডার আখ্যায়িত দিয়ে পৌর মেয়র আরো বলেন, যাতে বিএনপি, জামায়তের কোন লোক ছাত্রলীগে না আসতে পারে সেদিকে সজাগ থাকার আহবান জানান।
পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ ননী’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন রুবেল, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহাগ, বিজ্ঞান বিষয়ক সম্পাদক নাজমুল হোসেন মিনার, উপজেলা ছাত্রলীগ সভাপতি জিয়াউল হক দিদার, সাধারণ সম্পাদক শওকত হোসেন রুবেল, সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন, উপজেলা যুগ্ন সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম সজিব, উপ ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সাদমান মুনতাসির ফাহিদ সহ প্রমুখ।
এতে আরো উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান, মোজাহারুল ইসলাম মুছা সহ আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সহযোগী অঙ্গসংগঠন।
পৌর ছাত্রলীগ কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠান শেষে ৪,৫,৬ ওয়ার্ডে সভাপতি সম্পাদক পদে ২৬ জন প্রার্থী থেকে তাদের নিজ নিজ জীবনবৃন্তান্ত (সিভি) গ্রহন করা হয়. সর্বোচ্ছ ১৬ টি সিভি জমা পড়ে ৫ নং ওয়ার্ড থেকে (পশ্চিম ছাগলনাইয়া)। পরবর্তীতে পর্যালোচনা করে দায়িত্ব প্রদান করা হবে বলে জানান আগত অতিথিবৃন্দ।