ঢাকাশুক্রবার , ৭ ফেব্রুয়ারি ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ঐক্যবদ্ধ থাকলে দেশের সংখ্যালঘূ সম্প্রদায় নিরাপদ থাকবে- মাসুদ চৌধুরী এমপি- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
majedur
ফেব্রুয়ারি ৭, ২০২০ ১:২৬ অপরাহ্ণ
Link Copied!

গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী (ফেনী) থেকে:-

ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সাংসদ মাসুদ উদ্দিন চৌধুরী বলেন, স্বাধীনতার পক্ষের সকল সংগঠন ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রই আমাদের অগ্রযাত্রা রুখতে পারবেনা। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার বীর উত্তম সি.আর দত্তের সংগঠন। এ সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে দেশের সংখ্যালঘূ সম্প্রদায় নিরাপদ থাকবে।

শুক্রবার সকালে সোনাগাজী উপজেলা পরিষদ মিলনায়তনে সোনাগাজী উপজেলা ও পৌর ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার সহদেব চন্দ্র বৈদ্য।

অনুষ্ঠানের প্রধান বক্তা ফেনী জেলা ঐক্য পরিষদ’র আহবায়ক শুকদেব নাথ তপন বলেন, ফেনীর গুটিকয়েক নেতা অসৎ উদ্দেশ্যে নিজেরাই সকল সংগঠনের নেতা হতে চায় । যা ঐক্য পরিষদে গ্রহনযোগ্য নয়। আমরা সকল সম্প্রদায়ের সাথে বন্ধুত্বপূর্ন সম্পর্কের মাধ্যমে সংখ্যালঘুদের দাবি ও অধিকার আদায়ের জন্য মাঠে আছি এবং থাকবো।

উপজেলা কমিটির আহবায়ক সুনীল রায়ের সভাপতিত্বে ও সদস্য সচিব জগবন্ধু দেবনাথের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ, পৌর মেয়র রফিকুল ইসলাম খোকন, অধ্যাপক সাইফ উদ্দিন হারুন চৌধুরী, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক যতন মজুমদার, মডেল থানার ওসি মঈন উদ্দিন ,

সোনাগাজী প্রেসক্লাব সভাপতি সৈয়দ মনির আহমদ, সোনাগাজী পৌর কাউন্সিলর নুর নবী লিটন, শেখ আবদুল হালিম মামুন, ঐক্য পরিষদ’র সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার চক্রবর্তি, ফেনী জেলা শাখার সদস্য সচিব শিব প্রসাদ মজুমদার, ফেনীর সদর উপজেলা সভাপতি রিপন শাহা।

অনুষ্ঠানের কাউন্সিল অধিবেশনে সকল কাউন্সিলরের ভোটে ঐক্য পরিষদ সোনাগাজী শাখায় সূনীল রায় সভাপতি , জগবন্ধু দেবনাথ সাধারন সম্পাদক , পৌর শাখায় ডা. শুকলাল দেবনাথ সভাপতি ও ডা. গৌরাঙ্গ ভৌমিক সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।

Don`t copy text!